সাকিবের সঙ্গে খেলতে পারাটা সৌভাগ্যের : মুশফিক

প্রকাশ | ২৫ মার্চ ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
সাকিবের জন্মদিনে সতীর্থদের শুভেচ্ছা
সেই ২০০৬ সাল থেকে এক সঙ্গে খেলছেন। তাই বাংলাদেশ ক্রিকেটের অনেক চড়াই উৎরাই খুব কাছ থেকে দেখার সৌভাগ্যও হয়েছে। তারপরও ভেঙে পড়েননি মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। উল্টো কাঁধে কাঁধ মিলিয়ে বারবারই জাতীয় দলের বিপদে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাতে বেশি অবদান সাকিবের। এজন্যই রোববার এ অলরাউন্ডের ৩২তম জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে মুশফিকুর রহিম বলেছেন, 'সাকিবের সঙ্গে একই দলে খেলতে পারাটা সৌভাগ্যের।' আইপিএলে খেলতে এখন ভারতে রয়েছেন সাকিব। যে কারণে এবারের জন্মদিন দেশে পালন করতে পারেননি তিনি। তবে সতীর্থরা তাকে শুভেচ্ছা জানাতে মোটেও ভুল করেননি। সেই তালিকায় রয়েছেন মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান ও মেহেদি হাসান মিরাজ। সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মুশফিক লিখেছেন, 'শুভ জন্মদিন চ্যাম্প! তোর সঙ্গে একই দলে খেলতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।' এদিকে সতীর্থের জন্মদিনে মুস্তাফিজুর রহমান লিখেছেন, 'আপনি বাংলাদেশ ক্রিকেটের জন্য আইকন। সত্যিকারের চ্যাম্পিয়ন ক্রিকেটার। আপনাকে দলে পেয়েছি, আমরা ভাগ্যবান। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। সবসময় ভালো থাকুন।' জন্মদিনে সাকিবকে শুভেচ্ছা জানিয়েছেন মেহেদি হাসান মিরাজও, 'জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা সাকিব আল হাসান ভাই। দোয়া করি আপনার জীবনের প্রতিটি দিন আশা, ভালোবাসা, আনন্দ-উচ্ছ্বাসে ভরে উঠুক।' এছাড়া এনামুল হক বিজয় টুইটারে সাকিবের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন এভাবে, 'শুভ জন্মদিন বাংলাদেশের ক্রিকেটের আইকন। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। সবসময় ভালো থাকুন সাকিব ভাই।' ১৯৮৭ সালের এ দিনে পৃথিবীর আলো দেখেন সাকিব। প্রথমে তার ডাক নাম ছিল ফয়সাল। ছোট্ট সেই ছেলেটিই আজকের সাকিব আল হাসান। তাকে এখন আর কারো কাছেই পরিচয় করিয়ে দিতে হয় না। যারা ক্রিকেটের একটু আধটু খোঁজখবর রাখেন তারা এক নামেই টাইগার টেস্ট ও টি২০ অধিনায়ককে চেনেন। জন্মের পর তার বাবা চেয়েছিলেন নিজের মতো ছেলেও ফুটবলার হোক। কিন্তু ছোটবেলা থেকেই সাকিবের ব্যাট-বলের নেশা পেয়ে বসে। ধীরে ধীরে সেটাকে পেশা হিসেবে বেছে নেন এ বাঁহাতি। এক পর্যায়ে ২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। একই বছর জিম্বাবুয়ের বিপক্ষেই খুলনায় টি২০ ও পরের বছর চট্টগ্রামে ভারতের বিপক্ষে টেস্টে অভিষেক হয় এ বাঁহাতির।