ব্রাজিলকে রুখে দিল পানামা

প্রকাশ | ২৫ মার্চ ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
রাশিয়া বিশ্বকাপে ব্যর্থতার পর টানা ছয় জয়ে নিজেদের সক্ষমতা জানান দিয়েছিল ব্রাজিল। কিন্তু ২০১৯ সালের শুরুটা ভালো হয়নি তাদের। দলের সেরা তারকা নেইমারকে ছাড়া খেলতে নেমে পানামার বিপক্ষে ড্রয়ে হোঁচট খেয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শনিবার রাতে পর্তুগালের পোর্তোয় পানামার মুখোমুখি হয় ব্রাজিল। কিন্তু নিজেদের চেয়ের্ যাংকিংয়ে অনেক পিছিয়ে থাকা পানামার বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের হতাশ হয়ে মাঠ ছাড়তে হয়েছে সেলেকাওদের। নেইমারবিহীন ব্রাজিল ছন্দময় ফুটবল খেললেও পানামার কড়া রক্ষণ ও ফিনিশিংয়ের অভাবে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। তাই ৭৮ শতাংশ বল পজেশন নিয়ে গোলের জন্য ১৭ শট নিয়ে মাত্র একবার খুলতে পেরেছে পানামার গোলমুখের দরজা। নেইমার নেই, তার '১০ নম্বর' জার্সি পরে মাঠে নেমেছিলেন লুকাস পাকেতা। ব্রাজিলের রথী-মহারথীদের '১০ নম্বর' জার্সির ভারে নুয়ে পড়েননি তিনি, বরং অনুপ্রেরণা খুঁজেছেন পূর্বসূরিদের কাছ থেকে। যার প্রমাণ দিয়েছেন পাকেতা জাতীয় দলের হয়ে প্রথম গোল করে। তার লক্ষ্যভেদেই লিড পায় ব্রাজিল। আক্রমণাত্মক শুরুর পর ৩২ মিনিটে চমৎকার গোল করে এগিয়ে নেন তিনি দলকে।ব্রাজিলের উৎসব অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। চার মিনিট পরই সমতা ফেরায় পানামা। সেট পিস থেকে আদোলফো মাকাদো করেন দেখার মতো এক গোল। এরিক দাভিসের নেয়া ফ্রি কিক ব্রাজিলের রক্ষণ ভেঙে মাকাদো করেন জোরালো হেড, সেলেসাও গোলরক্ষক আলিসনের মাথার ওপর দিয়ে বল আশ্রয় নেয় জালে।