বাজারে পাওয়া যাবে টাইগারদের বিশ্বকাপ জার্সি

প্রকাশ | ২৬ মার্চ ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
জার্সির রেপিস্নকা হাতে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী ও স্পোর্টস অ্যান্ড স্পোর্টজের প্রতিনিধি মেহতাব -বিসিবি
দরজায় কড়া নাড়ছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। বিশ্ব আসরে টাইগাররা খেলবে নতুন ডিজাইনের জার্সি গায়ে। মাশরাফি-সাকিব-তামিমদের জন্য জার্সি তৈরির কাজও শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারে মতো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের রেপিস্নকা জার্সি বাণিজ্যিকভাবে বাজারে বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ২৩ এপ্রিল জাতীয় দলের বিশ্বকাপ জার্সি উন্মোচন করবে বিসিবি। ২৫ এপ্রিল থেকে তা পাওয়া যাবে বাজারে। জার্সিল মূল্য নির্ধারণ করা হয়নি। তবে বিসিবি জানিয়েছে সহনীয় পর্যায়ের মূল্য নির্ধারণ করা হবে যাতে সবাই কিনতে পারে। আগামী ১ বছর বাংলাদেশ দলের জার্সি বিক্রির স্বত্ব পেয়েছে স্পোর্টস অ্যান্ড স্পোর্টজ। এই কোম্পানিটি সারাদেশে তাদের আউটলেট ও নির্ধারিত স্থানে জার্সি বিক্রি করবে। ইংল্যান্ডে বিশ্বকাপ চলার সময় এই জার্সি কিনতে পারবেন সেখানকার ক্রিকেট ভক্তরাও। এ বিষয়ে আইসিসির সঙ্গে কথা হচ্ছে বলে জানান বিসিবির প্রধান নির্বাহী। অতীতে বাংলাদেশ দলের অফিসিয়াল রেপিস্নকা জার্সি বানানো হতো অল্প পরিমাণে। যা সাধারণ ক্রিকেটপ্রেমীদের কাছে পৌঁছাত না। এবার সবার চাহিদার কথা চিন্তা করে আনা হচ্ছে বাজারে। সোমবার মিরপুরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায় বিসিবি। জার্সি ছড়িয়ে দেয়ার দায়িত্ব পাওয়া স্পোর্টস অ্যান্ড স্পোর্টজের প্রতিনিধি মেহতাব বললেন, 'সারাদেশের মানুষ যেন সুলভমূল্যে জার্সি পায় সে চেষ্টা থাকবে আমাদের।' এবারের বিশ্বকাপ জার্সির ডিজাইনে অনেক পরিবর্তন থাকছে বলেও জানান তিনি। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বললেন, 'অফিসিয়াল রেপিস্নকা জার্সি স্পোর্টস অ্যান্ড স্পোর্টজ বিক্রি করবে আগামী ১ বছরের জন্য। জার্সিতে বিসিবির লোগো ও তাদের কোম্পানির লোগো থাকবে। কেউ যেন নকল করে এ ধরনের জার্সি বানাতে ও বিক্রি করতে না পারে সেটিও দেখা হবে। আইনগতভাবে অন্য কেউ জার্সি বানাতে পারবে না। নকল করলে ব্যবস্থা নেয়া হবে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায়।' আগামী ৩০ মে থেকে ১৪ জুলাই, বেশ লম্বা সময়জুড়ে ইংল্যান্ডে চলবে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ। অংশগ্রহণকারী দশটি দলের বিশ্বকাপ ভাবনা শুরু হচ্ছে তারও আগে।