বাংলাদেশকে নিয়ে বেফাঁস মন্তব্য আফ্রিদির

প্রকাশ | ২৬ মার্চ ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
এই তো সেদিনও খেলে গেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ ক্রিকেট দল অল্পের জন্য বেঁচে যাওয়ার পর তামিম ইকবালদের খোঁজও নিয়েছেন তিনি। সেই শহীদ আফ্রিদি এবার বাংলাদেশ ক্রিকেট দলকেই হেয় করে কথা বললেন। তার বেফাঁস কথায় উত্তাপ ছড়াচ্ছে অন্তর্জালে সামাজিক যোগাযোগমাধ্যমে। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে লড়ছে এখন পাকিস্তান। যেখানে নিয়মিত দলের ৬ ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছেন নির্বাচকরা। এই ব্যাপারটাই ভালো লাগেনি আফ্রিদির। দেশটির জাতীয় দলের সাবেক এই তারকা ক্রিকেটার এনিয়ে সমালোচনায় মুখর হয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও নির্বাচকদের। কিন্তু কথা বলতে গিয়ে টাইগার ক্রিকেটারদের ছোট করার চেষ্টা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। ক্রিকেটারদের বিশ্রাম প্রসঙ্গে আফ্রিদি বলেন, 'সিরিজটা যদি বাংলাদেশ অথবা জিম্বাবুয়ের মতো র?্যাংকিংয়ের ৬ষ্ঠ-সপ্তম বা অষ্টম দলের সঙ্গে হতো, তাহলে বোঝা যেত যে বিশ্বকাপের আগে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দেয়ার যৌক্তিকতা রয়েছে। দেখুন এই সিরিজটা অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী এক দলের বিপক্ষে। বিশ্বকাপের আগে শক্তিশালী দলের সঙ্গে খেললে ওই সব গুরুত্বপূর্ণ ক্রিকেটারের নৈপুণ্যের কারণেই হয়তো দল জিতত। আর এটাই বিশ্বকাপের আগে আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিত। অভিজ্ঞদের দলে রাখলেই ভালো হতো।' সামনেই বিশ্বকাপ ক্রিকেট। এর আগে অজিদের বিপক্ষে সিরিজে পাকিস্তান দলে নেই অধিনায়ক সরফরাজ আহমেদ। বিশ্রামে রাখা হয়েছে বাবর আজম, ফখর জামান, হাসান আলীর মতো তারকা ক্রিকেটারকে। নির্বাচকদের এই সিদ্ধান্তের সমালোচনা করতে গিয়ে বাংলাদেশকে র?্যাংকিংয়ের তলানিতে থাকা 'ছোট' দেশ বলে ফেললেন আফ্রিদি। এর অর্থ পাকিস্তান জাতীয় দল থেকে বাদ পড়া এই অলরাউন্ডারের অবশ্য এই সময়টাতে টাইগারদের পারফরম্যান্স সম্পর্কে কোন ধারণাই নেই। খোদ পাকিস্তানের বিপক্ষেও দারুণ সাফল্য লাল-সবুজের প্রতিনিধিদের।