আর্জেন্টিনার খেলা দেখেন না ম্যারাডোনা!

প্রকাশ | ২৬ মার্চ ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
এক সময় আর্জেন্টিনার জার্সিতে মাঠ মাতিয়েছেন। বিশ্বকাপও ট্রফি ছুঁয়েছেন। ফুটবল ছাড়ার পর জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন। কিন্তু সেই ডিয়োগো ম্যারাডোনায় এখন আর নিজ দেশের খেলা দেখেন না! তার কাছে লিওনেল মেসিদের আজকাল 'হরর শো' মনে হয়। কয়েকদিন আগে ভেনেজুয়েলার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৩-১ গোলে হেরেছিল আর্জেন্টিনা। যা কোনভাবেই মানতে পারেননি ম্যারাডোনা। আর্জেন্টিনা শেষবার ১৯৮৬ সালে বিশ্বকাপ জিতেছিল। যার নায়ক ছিলেন ম্যারাডোনা। এরপর পেরিয়ে গেছে তিন দশকেরও বেশি সময়, বিশ্বকাপের দেখা পায়নি আর্জেন্টিনা। কোচ হিসেবে ২০১০ সালে দলকে বিশ্বকাপে নিয়ে গিয়েও কিছু করে দেখাতে পারেননি তিনি। তারপরও এতদিন অনুজদের প্রতি আস্থা ছিল তার। কিন্তু ভেনেজুয়েলার কাছে হারার পর থেকে দলটির ওপর রীতিমতো ক্ষুদ্ধ সাবেক এ ফরোয়ার্ড। তাই অনেকটা অভিমানেই মেসিদের খেলা দেখেন না তিনি, 'আমি হরর মুভি দেখি না! যেভাবে আর্জেন্টিনা দল পরিচালিত হচ্ছে, সেটায় কি তারা ভেবেছিল যে ভেনেজুয়েলাকে হারিয়ে দেবে? কোন বোকা এমনটা ভাবতে পারে? আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন মানুষকে একের পর এক মিথ্যা বলেই যাচ্ছে। এভাবে আর্জেন্টিনা কোন ম্যাচই জিততে পারবে না।'