কোপা আমেরিকায় ফিরবেন মেসি!

প্রকাশ | ২৭ মার্চ ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
আট মাস পর কয়েকদিন আগেই আর্জেন্টিনার জার্সিতে ফিরেছিলেন লিওনেল মেসি। কিন্তু এক ম্যাচ পরই এ ফরোয়ার্ড পড়েছেন চোটে। যে কারণে আপাতত রয়েছেন মাঠের বাইরে। তবে দলটির কোচ লিওনেল স্কালোনি আশা করছেন আগামী জুনে অনুষ্ঠিত হতে যাওয়া কোপা আমেরিকায় ফিরবেন কিং লিও। মরক্কোর বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে আর্জেন্টিনা। কিন্তু চোটের কারণে এ ম্যাচে মেসিকে পাচ্ছে না দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর আগে কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে ভেনেজুয়েলার বিপক্ষে গত শুক্রবার মাঠে নেমেছিল আকাশি-নীল জার্সিধারীরা। ওই ম্যাচ দিয়েই দীর্ঘ আট মাস পর জাতীয় দলের জার্সিতে ফিরেছিলেন মেসি। তারপরও ৩-১ গোলে হেরেছিল দলটি। আর তাই কোপা আমেরিকায় মেসি ফিরবেন কি না, এ নিয়ে এখন পর্যন্ত প্রিয় শিষ্যর সঙ্গে কোনো আলোচনাই হয়নি স্কালোনির। তবে তিনি আশা করছেন আগামী জুনে ব্রাজিলের মাটিতে শুরু হতে যাওয়া ওই টুর্নামেন্টেই বার্সেলোনা তারকা ফরোয়ার্ডকে ফিরে পাবেন, 'এটা স্পষ্ট যে কোপা আমেরিকা দিয়েই ফিরবেন লিও। জাতীয় দলে এবার নিয়োমিত হতে সর্বোচ্চ চেষ্টাটাই দেখিয়েছেন তিনি। যা এরই মধ্যে আমরাও টের পেয়েছি।' ভেনেজুয়েলা ম্যাচের পর মেসির সঙ্গে স্কালোনির কথা হয়েছে। কিন্তু কোপায় ফেরা না ফেরার ব্যাপারে কোনো আলোচনা হয়নি, 'গত শুক্রবার প্রীতি ম্যাচের পর মেসির সঙ্গে আমার কথা হয়েছে। সেখানে তার ফেরা না ফেরা নিয়ে নয়, একটা ভালো দল হিসেবে কাজ করার আলোচনাই হয়েছিল।' কোপা আমেরিকার সবশেষ শিরোপা আর্জেন্টিনা ঘরে তুলেছিল ১৯৯৩ সালে। দীর্ঘ সময় পর এবার হারানো ওই ট্রফিতেই চোখ রাখছেন স্কালোনি। এজন্য তিনি মেসির ওপর শুধু নির্ভর করছেন না বলেও জানিয়েছেন, 'আর্জেন্টিনাকে জেতাতে সবসময় সর্বোচ্চ চেষ্টাই করেন মেসি। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তার মানে এই নয় যে, আমরা শুধু মেসিনির্ভর দল। তাকে ছাড়াও অন্যরা সবসময় সেরাটা বের করে আনতে তৈরি।' আগামী ১৪ জুন কোপা আমেরিকার লড়াই শুরু হবে ব্রাজিলে।