আবারও রোনালদোর পর্তুগালের হোঁচট

প্রকাশ | ২৭ মার্চ ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
হ্যামিস্ট্রিংয়ে চোট পেয়ে প্রথমার্ধে মাঠ ছাড়েন ক্রিশ্চিয়ানো রোনালদো -ওয়েবসাইট
ক্রীড়া ডেস্ক অনেক দিন জাতীয় দলের বাইরে ছিলেন জুভেন্টাস ফরোয়ার্ড। অবশেষে 'স্বেচ্ছা নির্বাসন' কাটিয়ে আগের ম্যাচে জাতীয় দলে ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাতেও ভাগ্য বদলাচ্ছে না পর্তুগালের। ২০২০ সালের ইউরো বাছাইয়ে টানা দ্বিতীয় ম্যাচে হোঁচট খেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। সোমবার রাতে ঘরের মাঠ লিসবনে সার্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পর্তুগাল। তবে ম্যাচে পয়েন্ট হারানোর সঙ্গে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে রোনালদোর চোট। হ্যামিস্ট্রিংয়ে চোট পেয়ে প্রথমার্ধে মাঠ ছাড়তে হয় জুভেন্টাস ফরোয়ার্ডকে। ওই সময় পর্তুগাল পিছিয়ে ছিল ১-০ গোলে। বিরতিতে যাওয়ার আগমুহূর্তে সমতায় ফিরলেও জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি স্বাগতিকদের। ইউরো বাছাইয়ে টানা দ্বিতীয় ম্যাচে ড্র করল বর্তমান চ্যাম্পিয়নরা। দুই দিন আগে লিসবনেই ইউক্রেনের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল পর্তুগাল, ওই ম্যাচ দিয়ে রাশিয়া বিশ্বকাপের পর প্রথমবার মাঠে ফিরেছিলেন রোনালদো। ইউরোর বর্তমান চ্যাম্পিয়নরা সামনের আসরের বাছাইয়ের প্রথম ম্যাচ ড্র করায় সোমবার রাতে ছিল কঠিন চাপে। নিজেদের সমর্থকদের সামনেও ঘুরে দাঁড়াতে পারেনি সেই চাপ কাটিয়ে। এস্তাদিও দা লুজে সপ্তম মিনিটে পর্তুগাল পিছিয়ে পড়ে। পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে সার্বিয়াকে এগিয়ে নেন দুসান তাদিচ। আর ওই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই স্বাগতিকরা হারায় রোনালদোকে। ৩১ মিনিটে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী। তবে বিরতিতে যাওয়ার আগেই ৪২ মিনিটে পর্তুগিজদের সমতায় ফেরান দানিলো পেরেইরা। দ্বিতীয়ার্ধে গোলের জন্য একের পর এক আক্রমণ চালালেও সার্বিয়ার রক্ষণ ভাঙতে পারেনি পর্তুগাল। তাতে টানা দ্বিতীয় ড্র করে মাঠ ছাড়তে হয় তাদের। সব ধরনের প্রতিযোগিতা মিলে এটা রোনালদোদের টানা চতুর্থ ড্র। টানা দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে 'বি' গ্রম্নপে তৃতীয় স্থানে আছে পর্তুগাল। সোমবার লুক্সেমবার্গের মাঠে ২-১ গোলে জেতা ইউক্রেন সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। দ্বিতীয় স্থানে থাকা লুক্সেমবার্গের পয়েন্ট ৩। এদিকে ইউরোর বাছাইপর্বে সার্বিয়ার বিপক্ষে ম্যাচে পাওয়া ডান পায়ের চোট নিয়ে চিন্তিত নন রোনালদো। দ্রম্নতই মাঠে ফিরতে আত্মবিশ্বাসী জুভেন্টাস ফরোয়ার্ড, 'আমি চিন্তিত নই, আমি আমার শরীর সম্পর্কে জানি। মাঠে এমনটা ঘটে, এটাই ফুটবল। আমি ভালো আছি কারণ আমি জানি যে এক বা দুই সপ্তাহের মধ্যে আমি আবার খেলায় ফিরব।' গত শুক্রবার ইউক্রেনের সঙ্গে গোলশূন্য ড্রয়ে বাছাইপর্ব শুরু করেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। আট মাসের বিরতির পর সে ম্যাচ দিয়েই জাতীয় দলে ফেরেন রোনালদো। দেশের হয়ে দীর্ঘ সময় মাঠে নামতে না পারার জন্য নতুন ক্লাব জুভেন্টাসে মানিয়ে নেয়াকেই কারণ বলে জানান তিনি, 'পর্তুগালের অন্য ম্যাচগুলো খেলতে পারলে আমি খুশি হতাম। আমার ফিরতে আট মাস লেগে গেল কারণ আমার নিজের জন্য সময় দরকার ছিল। এটা ছিল আমার জীবনে বড় একটা পদক্ষেপ, আমি ক্লাব পরিবর্তন করলাম। আমি জাতীয় দল মিস করেছি, কিন্তু কখনো কখনো আমাদের নিজেকে নিয়ে ভাবতে হয়। আর এটাই ছিল সবচেয়ে ভালো সিদ্ধান্ত।'