ইউরোতে ইংল্যান্ড-ফ্রান্সের বড় জয়

প্রকাশ | ২৭ মার্চ ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া ডেস্ক কেন তারা বিশ্বচ্যাম্পিয়ন, সেটাই দেখিয়ে চলেছে ফ্রান্স। ইউরো বাছাইয়ে তাদের সামনে দাঁড়াতেই পারছে না প্রতিপক্ষরা। ইংল্যান্ড তো আরও ভয়ঙ্কর। ২০২০ সালের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জায়গা করে নেয়ার মিশনে টানা দুই ম্যাচে প্রতিপক্ষের দিয়েছে ৫ গোল করে। সোমবার রাতে ঘরের মাঠ স্তাদে দে ফ্রান্সে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আইসল্যান্ডকে। রাতের আরেক ম্যাচে মন্টিনেগ্রোকে তাদেরই মাঠে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে এসেছে ইংল্যান্ড। আলবেনিয়াও ৩-০ গোলে জিতে ফিরেছে অ্যান্ডোরার মাঠ থেকে। আর লুক্সেমবার্গ থেকে ২-১ গোলে জিতে এসেছে ইউক্রেন। ডিফেন্ডার সামুয়েল উমতিতির গোলের পর তিন ফরোয়ার্ড অলিভিয়ে জিরু, কিলিয়ান এমবাপে ও আঁতোয়ান গ্রিজম্যান পেলেন জালের দেখা। আইসল্যান্ডের রক্ষণ ভেঙে চারবার গোল উৎসব করে ইউরোর বাছাইয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ফ্রান্স। নিজেদের মাঠে এদিন 'এইচ' গ্রম্নপের ম্যাচে ৪-০ গোলে জিতে প্রতিযোগিতাটির গতবারের রানার্সআপরা। মলদোভাকে ৪-১ গোলে হারিয়ে বাছাইপর্ব শুরু করেছিল দিদিয়ের দেশমের দল। অ্যান্ডোরাকে ২-০ গোলে হারিয়ে বাছাই শুরু করা আইসল্যান্ড পেরু প্রথম হারের স্বাদ। মলদোভাকে ৪-১ গোলে হারিয়ে ২০২০ সালের ইউরো বাছাই শুরু করেছিল ফ্রান্স। 'এইচ' গ্রম্নপে জয়রথ সচল রাখলো বিশ্ব চ্যাম্পিয়নরনা। ঘরের মাঠে আইসল্যান্ডকে দাঁড়াতেই দেয়নি দিদিয়ের দেশমের দল। ১২ মিনিটে স্যামুয়েল উমতিতির গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ওই গোল নিয়েই বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে আইল্যান্ডের রক্ষণে ঝড় তুলে পায় আরও ৩ গোল। ৬৮ মিনিটে অলিভিযের জিরু নাম তোলেন স্কোরশিটে। মিনিট দশেক পর জাল খুঁজে পান ফর্মের তুঙ্গে থাকা কাইলিয়ান এমবাপে। আঁতোয়ান গ্রিয়েজমানই বা বাদ যাবেন কেন! ৮৪ মিনিটে অ্যাতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড লক্ষ্যভেদ করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে 'এইচ' গ্রম্নপর শীর্ষে আছে ফ্রান্স। সমান ম্যাচ ও জয়ে তুর্কির পয়েন্ট ৬, তবে গোল পার্থক্যে পিছিয়ে দুইয়ে আছে তারা। আলবেনিয়া ও আইসল্যান্ডের সমান ৩ পয়েন্ট। এদিকে ইউরো বাছাইয়ে ফরাসিদের চেয়েও ভয়ঙ্কর রূপে হাজির হচ্ছে ইংল্যান্ড। রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা টানা দ্বিতীয় ম্যাচে ৫ গোল দিল প্রতিপক্ষকে। আগের ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ৫-০ গোলে উড়িয়েছিল তারা। অথচ 'এ' গ্রম্নপের এই ম্যাচের শুরুতে ভয়ই পাইয়ে দিয়েছিল স্বাগতিক মন্টিনেগ্রো। ঘরের মাঠে ১৭ মিনিটে তারা এগিয়ে গিয়েছিল মার্কো ভেসোভিচের গোলে। সমতায় ফিরতে অবশ্য খুব বেশি সময় নেয়নি ইংলিশরা। ৩০ মিনিটে সফরকারীদের ম্যাচে ফেরান মাইকেল কেন। এরপর রস বার্কলির লক্ষ্যভেদে ২-১ এগিয়ে থেকে বিরতিতে যায় ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে এই বার্কলির গোলেই ব্যবধান আরও বাড়ায় 'থ্রি লায়ন্স'। এরপর ৭১ মিনিটে হ্যারি কেইনের পর ৮০ মিনিটে আগের ম্যাচের হ্যাটট্রিকম্যান রহিম স্টারলিং জাল খুঁজে পেলে ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশরা। এই জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে 'এ' গ্রম্নেেপর শীর্ষে আছে ইংল্যান্ড। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বুলগেরিয়া। কসোভো ও মন্টেনেগ্রোর সমান ১ পয়েন্ট। চেক প্রজাতন্ত্র এখনো কোনো পয়েন্ট পায়নি।