২১৭ কোটি টাকায় বেনফিকায় মার্কোস

প্রকাশ | ০৪ জানুয়ারি ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
গত বছর ব্রাজিলের শীর্ষ ফুটবল লিগ থেকে অবনমিত হয়ে গেছে পেলে-নেইমারের সাবেক ক্লাব সান্তোস। তবে আপন আলোয় উদ্ভাসিত ছিলেন বছর ২০ বছর বয়সি এক তরুণ। সান্তোসের জীবনপ্রদীপটা টিমটিম করে জ্বলছিল শুধু তার কারণেই। তখনই ধারণা করা হচ্ছিল, এই তরুণকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যাবে ইউরোপের ক্লাবগুলোর মধ্যে। হয়েছেও তাই। ২০ বছর বয়সি ব্রাজিলিয়ান 'বিস্ময়বালক' মার্কোস লিওনার্দো। তার দিকে নজর রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনালের মতো ক্লাবের। ফলে বোঝাই যাচ্ছে কতটা প্রতিভাবান এই তরুণ। গত মৌসুমে বিবর্ণ সান্তোসের হয়েও দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছেন তিনি। আর সেই তরুণ তুর্কিকে দলে ভেড়াতে সকলকে টেক্কা দিতে চলেছে পর্তুগিজ প্রিমেরা লিগার দল বেনফিকা। পেলের ক্লাব সান্তোসের নতুন প্রতিভা মার্কোস লিওনার্দোকে দলে ভেড়ানোর কথা পাকাপাকি করে ফেলেছে বেনফিকা। পর্তুগিজ ঈগলদের কাছে ১৮ মিলিয়ন ইউরো বা বাংলাদেশি মুদ্রায় ২১৬ কোটি ৯৪ লাখ টাকায় লিওনার্দোকে বিক্রি করতে রাজি হয়েছে সান্তোস।