সেই কিশোরদের জাসির্ উপহার ক্রোয়েশিয়ার

প্রকাশ | ২০ জুলাই ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
মৃত্যুর মুখ থেকে ফিরে আসা থাইল্যান্ডের এই খুদে ফুটবলারদের জন্য জাসির্ উপহার পাঠিয়েছে ক্রোয়েশিয়া Ñওয়েবসাইট
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো তাদের আমন্ত্রণ জানিয়েছিলেন বিশ্বকাপের ফাইনাল খেলা দেখার জন্য। শারীরিকভাবে অক্ষম হওয়ার কারণে তখন থাইল্যান্ডের খুদে ফুটবলাররা মস্কোতে যেতে পারেননি। যেতে পারলে ফ্রান্স আর ক্রোয়েশিয়ার ফুটবল দলের ফাইনাল ম্যাচ দেখার পাশাপাশি বিশ্বসেরা ফুটবলাদের স্বচক্ষে দেখার স্বপ্ন পূরণ হতো তাদের। সারাজীবন সংরক্ষণ করে রাখার মতো কিছু ছবি তোলার সুযোগও মিলত। ওসব সুযোগ হাতছাড়া হওয়ায় কিছুটা আফসোস হয়তো করেছেন তারা। তবে একটি খবর নিঃসন্দেহে আনন্দিত করবে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা খুদে ফুটবলারদের। রাশিয়া বিশ্বকাপের রানারআপ দল ক্রোয়েশিয়া জাসির্ পাঠিয়েছে তাদের জন্য। ওই খুদে ফুটবলারদের ঘটনা এখন কমবেশি সবাই জানেন। নিখেঁাজ হওয়ার পর ২৫ বছর বয়সী কোচকে নিয়ে ‘ওয়াইল্ড বোয়ার’ নামক দলের ১২ খুদে ফুটবলার উত্তর চিয়াং রাই প্রদেশের থাম লুয়াং গুহায় আশ্রয় নিয়েছিলেন। কিন্তু ভারি বৃষ্টিপাতের কারণে গুহা থেকে বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়। নিখেঁাজ হওয়ার ৯ দিন পর তাদের খেঁাজ মিলে। বিশ্বকাপ চলাকালীন সারাবিশ্বে তোলপাড় ফেলে দেয় থাইল্যান্ডের দুগর্ম গুহায় কোচসহ ওই খুদে ফুটবলারদের আটকে থাকার ঘটনা। তাদের উদ্ধার করার জন্য স্পেশাল টিম সাহায্যের জন্য এগিয়ে যায়। কিন্তু সহজে উদ্ধার করা যায়নি। জীবনের ঝুঁকি নিয়ে ১৮ দেশের ৯০ জন ডুবুরির স্পেশাল টিম বহু চেষ্টায় অক্ষত অবস্থায় উদ্ধার করে আনেন ‘ওয়াইল্ড বোয়ার’ দলের খুদে ফুটবলারদের। উদ্ধার হওয়ার পর ফিফা সভাপতি ইনফ্যান্তিনো খুদে ফুটবলাদের বিশ্বকাপের ফাইনাল দেখার আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু টানা ১৮ দিন আটকে থাকার পর তাদের শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে, হাসপাতালের বেড ছেড়ে অন্য কোথাও যাওয়া সম্ভব ছিল না। বিশ্বকাপের ফাইনাল দেখতে যেতে না পারলেও ফাইনালিস্ট দুই দেশ ফ্রান্স এবং ক্রোয়েশিয়া কোনোভাবে ভোলেনি এই কিশোরদের। বিশ্বকাপের সেমিফাইনালে বেলজিয়ামের বিপক্ষে জয়ের পর ফরাসি মিডফিল্ডার পল পগাব সেই জয়কে থাই কিশোরদের উদ্দেশ্যেই উৎসগর্ করেছিলেন। এবার বিশ্বকাপের রানাসর্আপ ক্রোয়েশিয়া থাই কিশোরদের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করল। ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশনের (এইচএনএস) সভাপতি ডেভর সুকারের সিদ্ধান্তে ১২ সদস্যের জন্য ১২টি জাসির্ তারা পাঠিয়ে দিয়েছে থ্যাইল্যান্ডে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিষয়টি নিশ্চিত করে এইচএনএস লিখেছে, ‘খুদে ফুটবলাররা দ্রæত সুস্থ হয়ে ওঠছে এতে ক্রোয়েশিয়ান এফ খুব খুশি। কঠিন সময়ে তাদের পাশে থাকার নিদশর্ন হিসেবে ক্রোয়েশিয়া দলের জাসির্ উপহার দেয়া হলো তাদের।’