পদত্যাগের কথা ভাবেননি দেশম

প্রকাশ | ২০ জুলাই ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
দিদিয়ের দেশম
বিশ্বকাপের আগে কম কথা শুনতে হয়নি তাকে। ফ্রান্সকে রক্ষণাত্মক কৌশলে খেলানো, দলে অভিজ্ঞদের বদলে তরুণদের প্রাধান্য দেয়া- এসব বিষয়ে সমালোচকদের আক্রমণের শিকার হয়েছেন দিদিয়ের দেশম। তবুও কখনো পদত্যাগের কথা মাথায় আনেননি তিনি। সম্প্রতি এমনটাই জানিয়েছেন ফরাসিদের বিশ্বকাপজয়ী কোচ। দেশমের অধীনে ২০১৬ সালের ইউরোতে রানারআপ হয় ফ্রান্স। তবুও তার ওপর আস্থা ছিল না অনেকের। তারা বলাবলি করছিল, গ্রিজম্যান-এমবাপেদের জন্য সঠিক লোক নন দেশম। তখন আবার রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন জিনেদিন জিদান। ওদিকে, আসের্নালের সঙ্গে ২২ বছরের সম্পকর্ ছিন্ন করেন আসের্ন ওয়েঙ্গার। স্প্যানিশ জায়ান্টদের টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জেতানো সাবেক ফরাসি তারকা জিদান কিংবা অভিজ্ঞ ওয়েঙ্গারকে জাতীয় দলের দায়িত্বে চেয়েছিলেন কেউ কেউ। তবে গুজব শোনেও না শোনার ভান করে কাজ চালিয়ে যেতে থাকেন দেশম। তখন অবশ্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি নোয়েল লা গ্রায়েতেককে পাশে পেয়েছিলেন দেশম। সেজন্য লা গ্রায়েতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে কুণ্ঠাবোধ করেননি তিনি। দেশম চাইলে বিশ্বকাপের আগে দায়িত্ব ছেড়ে দিতে পারতেন। কেন ছাড়েননি, কেন কঠিন সময়ে কাজ চালিয়ে যাবার সিদ্ধান্তে অবিচল ছিলেন- এসব প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমি দুটি ?কারণে পদত্যাগের কথা মাথায় আনিনি কখনও। প্রথমত, আমি এমন একজন, যে কথা দিয়ে রাখে এবং নিশ্চিত করে তার নিধার্রণ করা লক্ষ্য ছেঁায়ার। দ্বিতীয় কারণটিও আমার কাছে খুব গুরুত্বপূণর্। আমার সঙ্গে সভাপতির আস্থা ও শ্রদ্ধার প্রশ্ন জড়িয়ে ছিল। শুরু থেকে তিনি আমাকে ২০২০ সাল পযর্ন্ত দেখতে চেয়েছিলেন, (তাই) আমাকে তো থাকতেই হবে। আরও দুই বছরের জন্য আমাকে সমথর্ন করাটা ছিল অপরিহাযর্।’ নিজ সিদ্ধান্ত আর লক্ষ্যে অবিচল ছিলেন দেশম। লক্ষ্য পূরণ করে তবেই বিশ্বকাপ মিশন শেষ করেছেন তিনি। ১৯৯৮ সালে খেলোয়াড় হিসেবে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো দেশম এবার কোচ হিসেবে লে বøুজদের এনে দিয়েছেন সোনায় মোড়ানো ট্রফিটা। ফুটবলের ইতিহাসে তা কেবল দুজন পেরেছেন কোচ আর খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জিততে। সমালোচকের কথায় কান দিলে কি আর এই অনন্য কীতির্ গড়ার সুযোগ পেতেন দেশম?