টোকিওর উত্তাপ ভাবাচ্ছে অ্যাথলেটদের

প্রকাশ | ২০ জুলাই ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
২০২০ টোকিও অলিম্পিক শুরু হতে এখনো বাকি অন্তত দুই বছর। কিন্তু তার আগেই আসরের সফলতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাপানের স্থানীয় অ্যাথলেটরা। বছরের মাঝামাঝি সময়ে জাপানে প্রচÐ গরমই এর মূল কারণ। তবে নতুন তৈরি করা স্টেডিয়ামগুলোতে গরমের বিষয়টা বিবেচনায় রাখা হচ্ছে বলে দাবি দেশটির ক্রীড়া অধিদপ্তরের। আর প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারণা চালানোর আশ্বাস দিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব। ক্যালেন্ডারের পাতা বলছে, চলছে মধ্য জুলাই। ঋতুর হিসেবে বিশ্বের বেশিরভাগ দেশেই এখন গরমকাল। তবে এ গরমের মাত্রা এবার ছাড়িয়ে গেছে জাপানে। প্রচÐ দাবদাহে ত্রাহি ত্রাহি অবস্থা টোকিওসহ জাপানের বড় শহরগুলোতে। সূযের্র উত্তাপে ঘর থেকে বের হওয়াটাই এখন দায় সেখানে। তাপমাত্রার স্কেলে হরহামেশাই পারদ উঠছে ৪১ ডিগ্রি সেলসিয়াস পযর্ন্ত। হিটস্ট্রোকের প্রবণতাও বেড়ে চলেছে দিনকে দিন। সরকারি হিসেবে শেষ কয়েকদিনে ১৪ জন মারা গেছে জাপানে। আরও অন্তত ৯ সহস্রাধিক মানুষ হাসপাতালে ভতির্ হয়েছেন বিভিন্ন গরমজনিত রোগে আক্রান্ত হয়ে। প্রশ্ন আসতে পারে, খেলাধুলার সঙ্গে এসবের সম্পকর্ কি? আছে। ২০২০ সালে এই সময়েই টোকিওতে বসবে ক্রীড়া বিশ্বের সবচেয়ে বড় আয়োজন, অলিম্পিক। যেখানে অংশ নেবে নানান দেশের হাজারো অ্যাথলেট। জুন-জুলাইয়ের এ গরমে তাদের অবস্থা যে খুব একটা ভালো থাকবে না তা তো বোঝাই যাচ্ছে। এক অ্যাথলেট বলেছেন, ‘আমি গত ৫ বছর ধরে এই ট্র্যাকে দৌড়াচ্ছি। কিন্তু এবারই প্রথম আমি আমার দৌড় শেষ করতে ব্যথর্ হলাম। এ রকম গরমে কোনো মানুষ সুস্থ থাকতে পারে না। অলিম্পিকের আগে বিষয়টি নিয়ে জাপানের ভাবা উচিত।’ আবহাওয়ার এই বেগতিক অবস্থা নিয়েও খুব একটা চিন্তিত নয় জাপানের ক্রীড়া অধিদপ্তর।