রিয়ালেই যোগ দিচ্ছেন এমবাপে

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
গত কয়েক বছর ধরে রিয়াল মাদ্রিদ ও কিলিয়ান এমবাপেকে নিয়ে গুঞ্জন চলছে। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ডের গায়ে স্প্যানিশ জায়ান্টদের জার্সি উঠবে, এমনটা শোনা যাচ্ছে অনেক দিন ধরে। কিন্তু সেটা বাস্তবে পরিণত হয়নি কখনো। ফরাসি আউটলেট লা প্যারিসিয়েন এবার দাবি করল, রিয়ালে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এমবাপে। আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী এই মৌসুম শেষে রিয়ালে যোগ দেবেন পিএসজির তারকা ফরোয়ার্ড। তারা বলছে, 'ফরাসি ফুটবলের সবচেয়ে বড় তারকা আগামী মৌসুমের বিশ্বের শীর্ষ ক্লাবে যোগ দেবেন।' এই মৌসুমে পিএসজির সঙ্গে এমবাপের চুক্তির মেয়াদ শেষ হবে। কয়েকবার স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে তার যোগ দেওয়ার খবর হালে পানি না পেলেও এবার সান্তিয়াগো বার্নাবুতে যাচ্ছেন। এই রিপোর্টে অবশ্য জানানো হয়েছে, এখনো কোনো চুক্তি হয়নি দুই পক্ষের। তবে এমবাপেক নিজেদের ড্রেসিংরুমে নিতে সবচেয়ে বড় চুক্তির জন্য আলাপ চালিয়ে যাচ্ছে লা লিগার জায়ান্টরা।