এদেরসনকে পাচ্ছে না ব্রাজিল

প্রকাশ | ১৩ মার্চ ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
আলিসন বেকার নেই আগে থেকেই। এবার চোটের কারণে ছিটকে গেলেন এদেরসনও। সামনেই ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে তাই প্রথম পছন্দের দুই গোলকিপারকেই পাচ্ছে না ব্রাজিল। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির হয়ে এই চোটে পড়েন এদেরসন। রোববার লিভারপুলের সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে ডারউইন নুনেজকে চ্যালেঞ্জ করতে গিয়ে আঘাত পান তিনি। ওই ফাউল থেকে পেনাল্টি পেয়ে সমতায় ফেরে লিভারপুল। আর এদেরসন মাঠ ছাড়েন ডান পায়ের পেশির চোটে। সেই চোটই এখনও আরও অনেকটা সময় মাঠের বাইরে রাখবে ৩০ বছর বয়সি গোলকিপারকে। ম্যাচের পরই অবশ্য সিটির কোচ পেপ গুয়ার্দিএলা বলেছিলেন, এদেরসনের চোট 'ভালো কিছু মনে হচ্ছে না।' ইএসপিএন ব্রজিলের খবর, তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।