ঘরোয়া ক্রিকেটকে বিবেচনায় রাখছেন মিনহাজুল

ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে। কিছু খেলোয়াড়ের পারফরম্যান্স নিয়ে আমরা চিন্তিত। দু'একজনের পারফরম্যান্স আমরা বিশেষভাবে বিবেচনা করছি। আশা করছি, ১৯ তারিখে আমরা দল ঘোষণা করতে পারব

প্রকাশ | ১১ এপ্রিল ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বিশ্বকাপ দল চূড়ান্ত করার জন্য দু'একটা বিষয় নিয়ে এখনও ভাবতে হচ্ছে নির্বাচকদের। চমক হিসেবে আলোচনায় রয়েছেন এখনও জাতীয় দলে না খেলা ডানহাতি ব্যাটসম্যান ইয়াসির আলী। আবাহনীর অধিনায়ক হিসেবে ধারাবাহিক পারফরম্যান্স করে আলোচনায় এসেছেন মোসাদ্দেক হোসেনও। ঢাকা লিগে আবাহনী সর্বশেষ দুই ম্যাচে হেরেছে। কিন্তু দুই ম্যাচেই দারুণ ব্যাটিং করেছেন মোসাদ্দেক। কাল শেখ জামালের বিপক্ষে সেঞ্চুরি করে বিশ্বকাপ দলের জন্য নিজের জায়গার দাবি জোড়ালো করলেন এই ডানহাতি ব্যাটসম্যান। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানালেন, ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে। এছাড়া দলে নতুন কেউ যে থাকবে না এটাও উড়িয়ে দিলেন না তিনি। বুধবার প্রধান নির্বাচক বলেন, 'বিশ্বকাপ একটা বড় পরীক্ষা। বিশ্বকাপ হলো ক্রিকেটের সবচেয়ে সেরা মঞ্চ। দল গঠন নিয়ে অবশ্যই চিন্তা থাকবে। খেলোয়াড়রা কেমন করবে সেটা ভেবে চিন্তা এসেই যায়। এছাড়া বাইরের (জাতীয় দলের) কিছু খেলোয়াড় চিন্তাভাবনায় রয়েছে। সামনে সুপার লিগ (ঢাকা লিগের) রয়েছে, এরপর আয়ারাল্যান্ড সফর। আমাদের যারা চিন্তাভাবনায় রয়েছে আশা করি তারা ফর্মে ফিরে আসবে।' নতুন মুখ হিসেবে শোনা যাচ্ছে ইয়াসীরের নাম। দলে আসলে কোনো চমক থাকছে কিনা জানতে চাইলে কৌশলী উত্তরে মিনহাজুল আবেদিন বলেন, 'নতুন কেউ থাকবে কিনা এই মুহূর্তে বলা মুশকিল। এসব নিয়ে চিন্তাভাবনা, আলোচনা চলছে। কয়েকদিনের মধ্যেই পুরো দল প্রস্তুত করে ফেলব। চমক হিসেবে একজনও থাকতে পারে দু'জনও পারে। তবে চূড়ান্ত না হওয়ার আগে কিছুই বলা যাবে না।' ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছিলেন ঢাকা লিগের পারফরম্যান্সকে সেভাবে গুরুত্ব দেয়া হবে না। কিন্তু প্রধান নির্বাচক বলছেন ফর্ম অবশ্যই চিন্তার বিষয়। মিনহাজুল আবেদিন বলেন, 'ফর্ম অবশ্যই চিন্তার বিষয়। খেলোয়াড়রা যখনই যে মঞ্চেই খেলতে যাক না কেন, বিশেষ করে বিশ্বকাপে যখন খেলতে যাবে, সবসময় কিন্তু আত্মবিশ্বাসের মধ্যে থাকতে হবে। ব্যাটসম্যানরা যদি রানের মধ্যে এবং বোলার যদি উইকেট পাওয়ার মধ্যে থাকে তাহলে তাদের অবস্থাও ভালো থাকে। তবে যারা আমাদের ভাবনায় রয়েছেন কিন্তু রানে নেই তারা অবশ্যই রানে ফিরে আসবে। সামনে অনেকগুলো ম্যাচ আছে। সময় আছে বিশ্বকাপের আগে। একটা ম্যাচ ভালো করলে ধারাবাহিকতা চলে আসবে।' ইনজুরি কাটিয়ে বুধবার মাঠে ফেরা তাসকিন আহমেদ ভালো বোলিং করতে পারেননি। তবে তাকে আরও কয়েকটি ম্যাচে দেখার সুযোগ যাচ্ছেন নির্বাচকরা। এছাড়া সাইফউদ্দিনের ইনজুরি নিয়েও ফিজিওর কোনো খারাপ রিপোর্ট নেই। তবে ঢাকা লিগে সাব্বির রহমান ও সৌম্য সরকারের বাজে পারফরম্যান্স নিয়ে চিন্তা রয়েছে নির্বাচকরা। এদিকে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান বলেন, 'কিছু খেলোয়াড়ের পারফরম্যান্স নিয়ে আমরা চিন্তিত। দু'একজনের পারফরম্যান্স আমরা বিশেষভাবে বিবেচনা করছি। আশা করছি ১৯ তারিখে আমরা দল ঘোষণা করতে পারব।' তিনি বলেন, 'আমাদের কিছু সিনিয়র খেলোয়াড় রয়েছে তারা তো দলে থাকবেই। এ ছাড়া কিছু খেলোয়াড় নিউজিল্যান্ড সফর থেকে ফিরে দেশের মাটিতেও ভালো করতে পারছে না। এটা আমাদের জন্য বড় সমস্যা। এখানে যদি তারা কঠিন পরিস্থিতিতে দল না জেতাতে পারে তাহলে তো সেটা ভাবনার বিষয় হয়েই দাঁড়ায়। তবে ঢাকা লিগে সামনে যে ম্যাচগুলো রয়েছে সেগুলোতে ভালো করবে বলে আশা করছি। যে কোনো জায়গায় ভালো পারফরম্যান্স করলেই সেটা গুরুত্ব দেয়া হয়।'