বিশ্বকাপের আগে ফের চোটে মুস্তাফিজ

প্রকাশ | ১২ এপ্রিল ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
মুস্তাফিজুর রহমান
ক্রীড়া প্রতিবেদক ঢাকা প্রিমিয়ার লিগে এক ম্যাচ খেলেই ছিটকে পড়লেন মুস্তাফিজুর রহমান। বুধবার বিকালে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের অনুশীলনে বাম পায়ের গোড়ালিতে চোট পান এ বাঁহাতি পেসার। সেই চোটের কারণে বৃহস্পতিবার ম্যাচে নামতেই পারেননি। এক্স-রে রিপোর্টে খারাপ কিছু ধরা না পড়লেও দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। বৃহস্পতিবার তার দল শাইনপুকুর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলছিল লিগে নিজেদের শেষ ম্যাচ খেলাঘর সমাজকল্যাণ সমিতির বিপক্ষে। আর মুস্তাফিজ তখন বিসিবির চিকিৎসকের কাছে আসেন তার ইনজুরির হাল-হকিকত জানতে। তার চোটের সার্বিক অবস্থা জানতে স্ক্যান করানো হয়েছে। তবে সৌভাগ্যের বিষয় হলো স্ক্যানে কোনো ধরনের চিড় বা ফ্র্যাকচার ধরা পড়েনি। পরিপূর্ণ বিশ্রাম নিলেই এই চোট থেকে তার মুক্তি মিলবে। চোট নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, 'মুস্তাফিজের এক্স-রে করা হয়েছে। রিপোর্ট ভালো আছে। আপাতত ও কিছুদিন বিশ্রামে থাকবে। আমরা একটু সাবধানে আগাব। দুই সপ্তাহের বিশ্রামে থাকবে। এরমধ্যে ওর পায়ের টেপ পরিবর্তন করা হবে। অন্য সময় হলে হয়তো আমরা কম সময় নিতাম। সামনে যেহেতু বিশ্বকাপ, আমরা তাই একটু বেশি সময় নেব। মুস্তাফিজ বুধবার বাঁ-পায়ের গোড়ালিতে ওয়ার্মআপে ব্যথা পেয়েছে।' বিশ্বকাপের আগে ৫ থেকে ১৭ মে আয়ারল্যান্ডে একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে টাইগাররা। টুর্নামেন্টের তৃতীয় দল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ দল ৩০ এপ্রিল ত্রিদেশীয় সিরিজটি খেলতে দেশ ছাড়বে। বিশ্বকাপের আগে এই সিরিজে মুস্তাফিজকে পাওয়া যাবে কিনা এমন প্রশ্নের জবাবে নিশ্চিত করে কিছু বলতে পারেননি দেবাশীষ, 'ক্যাম্প যখন শুরু হবে, তখন ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই থাকবে। শুরুতে হয়তো স্কিলে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু দুই সপ্তাহ পর আমরা যখন ওকে রিভিউ করব, তখন যদি দেখি যে ও স্কিল ট্রেনিং করার মতো অবস্থায় আছে তাহলে অবশ্যই সুযোগ থাকবে। সিরিজ শুরু হতে এখনো তিন সপ্তাহ বাকি।' মুস্তাফিজের দুই সপ্তাহের বিশ্রামে থাকার অর্থ হলো আয়ারল্যান্ড ও বিশ্বকাপের জন্য ২০ এপ্রিলের পর থেকে কয়েকদিনের যে জন্য অনুশীলন ক্যাম্প শুরু হতে যাচ্ছে সেই ক্যাম্পে তিনি যোগ দিতে পারছেন না! বাংলাদেশ বিশ্বকাপ দল ঘোষণা করার কথা ১৮ এপ্রিল। বিশ্বকাপ দলে অটোমেটিক চয়েজ হিসেবে মুস্তাফিজ থাকছেনই। ইনজুরির সঙ্গে মুস্তাফিজের লড়াইটা নতুন কিছু নয়। এর আগেও তার বাঁহাতের কাঁধে অস্ত্রোপচার করাতে হয়েছিল। চার মৌসুম পর গত সোমবার শাইনপুকুরের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে নেমে মুস্তাফিজ করেন দুর্দান্ত বোলিং। ডট বলের পসরা সাজিয়ে তুলে নেন তিন উইকেট। বিশ্বকাপের আগে কাটার মাস্টারের আগুনে বোলিং বেশ স্বস্তি দিচ্ছিল। কিন্তু হঠাৎ করে পাওয়া চোট কিছুটা চিন্তায় ফেলল বাংলাদেশ দলকে। মুস্তাফিজ গত মাসের মাঝামাঝি সময়ে নিউজিল্যান্ড থেকে ফিরেই চলে যান সাতক্ষীরায় নিজের বাড়িতে। ২২ মার্চ সামিয়া পারভিন শিমুকে বিয়ে করেছেন। এদিকে সাইড স্ট্রেইনের চোটের কারণে ঢাকা লিগে খেলতে পারছেন না রুবেল হোসেন। আবাহনীর আরেক পেসার মোহাম্মদ সাইফউদ্দিনের কাঁধে চোট থাকার পরও খেলতে হচ্ছে ঝুঁকি নিয়ে। মেহেদী হাসান মিরাজের চোট আছে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে। কাঁধের চোট কিছুটা সেরে উঠেছে ব্যাটসম্যান মাহমুদউলস্নাহ রিয়াদের। পাঁজরের চোট কাটিয়ে ব্যাটিং অনুশীলনে ফিরেছেন মুশফিকুর রহিম।