শেষ চারের পথে আর্সেনাল-চেলসি

প্রকাশ | ১৩ এপ্রিল ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
উয়েফা ইউরোপা লিগে বৃহস্পতিবার নাপোলির বিপক্ষে আর্সেনালের অ্যারোন রামজি গোল করেন। পরে তাকে ঘিরে সতীর্থরা বিজয় উৎসব করছেন -ওয়েবসাইট
ইউরোপা লিগের নিজ নিজ ম্যাচে জিতে সেমিফাইনালে ওঠার পথে আরও একধাপ এগিয়ে গেল দুই ইংলিশ ক্লাব আর্সেনাল ও চেলসি। এমিরেটস স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে শেষ আটের প্রথম লেগে উনাই এমেরির দল আর্সেনাল ২-০ গোলে হারায় ইতালিয়ান ক্লাব নাপোলিকে। আর চেক রিপাবলিকের দল স্স্নাভিয়া প্রাগের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে মাউরিসিও সারির চেলসি। এছাড়া ভিয়ারিয়ালের মাঠে ৩-১ গোলে জিতেছে ভালেন্সিয়া আর ঘরের মাঠে বেনফিকা ৪-২ গোলে হারিয়েছে ফ্রাঙ্কফুর্টকে। ঘরের মাঠে প্রথম ২৫ মিনিটের মধ্যে দুই গোলে এগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আর্সেনাল। চতুর্দশ মিনিটে ডি-বক্সে সতীর্থের ছোট পাস পেয়ে পেস্নসিং শটে দলকে এগিয়ে দেন অ্যারন রামজি। আর ২৫তম মিনিটে উরুগুয়ের মিডফিল্ডার লুকাস তররেইরার নিচু শট অতিথি ডিফেন্ডার কালিদো কোলিবালির পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। গোলরক্ষকের কিছুই করার ছিল না। নাপোলির বিপক্ষে আর্সেনালকে এগিয়ে দেন অ্যারন রামজি। এরপর কালিদো কোলিবালির আত্মঘাতী গোলে স্বস্তির জয় পায় গানাররা। ম্যাচের ১৪ মিনিটে বল নিয়ে ডান দিকে সরে ঠান্ডা মাথায় নাপোলি গোলরক্ষক অ্যালেক্স মেরেটকে পরাস্ত করেন রামজি। ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে আর্সেনাল। নাপোলির মাঝমাঠ থেকে পায়ে বল পান লুকাস তোরেইরা। তার বাঁ পায়ের জোরালো শট কোলিবালির গায়ে লেগে আত্মঘাতী গোল হয়। দ্বিতীয়ার্ধে আরও গোল পেতে পারতো আর্সেনাল। কিন্তু মেরেটের দুর্দান্ত সব সেভে আলেক্সান্দ্রে ল্যাকাজেত্তে ও পিয়েরে এমেরিক অবেমেয়াং সফল হননি। প্রাগে ৭টি বদল আনলেও শক্তিশালী দল নামান চেলসি কোচ মাউরিসিও সারি। তবে ওয়েস্ট হামের বিপক্ষে জোড়া গোল করা ইডেন হ্যাজার্ডকে বেঞ্চে বসিয়ে রাখেন চেলসি। প্রতিপক্ষের মাঠে নিজেদের মেলে ধরতে ব্যর্থ হওয়া চেলসি ২৫তম মিনিটে এগিয়ে যেতে পারতো। তবে ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ানের বাঁকানো শট ক্রসবারে বাধা পায়। প্রথম ৪৫ মিনিটে চেক লিগের শীর্ষ দলের বিপক্ষে সুযোগ তৈরির জন্য বেশ কষ্ট করতে হয়েছে চেলসিকে। তাতে প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর দুই দলই গোলের জন্য মরিয়া ছিল। ৭০ মিনিটে প্রাগের ইব্রাহিমা ট্রাওরে কঠিন পরীক্ষ নেন কেপা আরিজাবালাগা, বস্নুজ গোলরক্ষক তার শট প্রতিহত করেন। কয়েক মিনিট পর চেলসির একটি গোল অফসাইডে বাতিল হয়। ৮১তম মিনিটে ইয়ান বোরিলের জোরালো হাফ ভলি দারুণ দক্ষতায় ঠেকিয়ে জাল অক্ষত রাখেন চেলসি গোলরক্ষক কেপা। ৮৬তম মিনিটে জয়সূচক গোলের দেখা পায় ইংলিশ ক্লাবটি। ডান দিক থেকে উইলিয়ানের দারুণ ক্রসে লাফিয়ে নেয়া হেডে পোস্ট ঘেঁষে বল জালে জড়ান স্প্যানিশ ডিফেন্ডার মার্কোস আলোনসো। শেষ তক ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।