পাকিস্তানে ফিরছে ক্রিকেট

প্রকাশ | ১৩ এপ্রিল ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
অবশেষে প্রায় দশ বছরের বেশি সময় পর শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট খেলতে যাচ্ছে পাকিস্তান। শুক্রবার পাকিস্তানের গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে। চলতি বছর থেকে শুরু হতে যাওয়া আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে শ্রীলঙ্কান দল পাকিস্তান যাবে। এখনও সূচি না দিলেও, এরই মধ্যে দুই বোর্ডের মধ্যে কথা পাকাপাকি হয়ে গেছে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান সফরে জঙ্গি হামলার শিকার হয়েছিল শ্রীলঙ্কান দল। সেই ২০০৯ সালে। এমন ঘটনায় শিউরে উঠেছিল গোটা ক্রিকেট বিশ্ব। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের কাছে সেই জঙ্গি হামলায় অন্তত ছয়জন শ্রীলঙ্কান ক্রিকেটার গুরুতর আহত হয়েছিলেন। সে দিন ছিল লাহোর টেস্টের তৃতীয় দিন। হামলার পর জরুরি ভিত্তিতে দেশে ফিরে যায় লঙ্কান ক্রিকেট দল। সেই যে ফিরল শ্রীলঙ্কা ক্রিকেট দল, সে দিনের পর থেকে আর কোনো টেস্ট ম্যাচ হয়নি পাকিস্তানের মাটিতে।