হঠাৎ উইন্ডিজের নতুন কোচ

প্রকাশ | ১৩ এপ্রিল ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজ দলের নতুন কোচ ফ্লয়েড রেইফার -ওয়েবসাইট
বিশ্বকাপের বাকি মাত্র ৫১ দিন। আর এরই মাঝে ওয়েস্ট ইন্ডিজ দলে এল নতুন কোচ! বিতর্কিত কোচ রিচার্ড পাইবাসকে বরখাস্ত করে উইন্ডিজদের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ করা হয়েছে বাবার্ডোজের ফ্লয়েড রেইফারকে। ওয়েস্ট ইন্ডিজের নবনির্বাচিত প্রেসেডেন্ট রিকি স্কিরিট আগেই ইঙ্গিত দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ কোচিং স্টাফে বড় পরিবর্তন আসতে পারে। হলোও তাই। শুধু কোচই নয়, প্রধান নির্বাচকেও এলো পরিবর্তন। কোর্টনি ব্রাউনের স্থলে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করবেন রবার্ট হেইন্স। বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন উইন্ডিজ বোর্ড প্রেসিডেন্ট। কোচ ও নিবার্চক পরিবর্তন হওয়ায় ডুয়েন ব্রাভো, কাইরন পোলার্ড এবং আন্দ্রে রাসেলের মত তারকা ও অভিজ্ঞ খেলোয়াড়দের জন্য ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের দরজা খুলে গেল। আর বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল তো আগেই দলে সুযোগ পেয়েছেন। ফলে এবারের ইংল্যান্ড বিশ্বকাপে দেখা মিলতে পারে দুর্দান্ত এক ওয়েস্ট ইন্ডিজ দলকে। গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে ডেভ ক্যামেরনকে হারিয়ে উইন্ডিজ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হন স্কিরিট। এরপরই আশার আলো জ্বলে উঠে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে। রিকি স্কিরিট বলেন, ' আমরা নিশ্চিত যে আমাদের অন্তর্ভুক্তি দর্শন ও নির্বাচন নীতি সম্পর্কে জানেন এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে অনবদ্য অবদান রাখতে পারেন এমন একজন অর্থাৎ হেইন্সকে খুঁজে পেয়েছি। রেইফার ওয়েস্ট ইন্ডিজ শ্রেষ্ঠত্বের নীতিমালা ধরে রেখেছেন যা দিয়ে আমরা এখন আমাদের ক্রিকেটকে এগিয়ে নিতে চাই।' রেইফার ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৯৯৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত ৬টি টেস্ট, ৮টি ওয়ানডে ও ১টি টি২০ ম্যাচ খেলেছেন। এরপর আগের বোর্ড প্রেসিডেন্ট ডেভ ক্যামেরনের সঙ্গে খেলোয়াড় সংগঠনের বাগবিতন্ডতায় অনেক সিনিয়র খেলোয়াড়ের মতো তিনিও ক্রিকেট থেকে দূরে সরে গিয়েছিলেন। বিশ্বকাপে প্রধান কোচ হওয়ার আগেই দলের দায়িত্ব নিয়ে বাংলাদেশ সফরে এসে একটি টি২০ সিরিজ জেতার অভিজ্ঞতা রয়েছে রেইফারের। এছাড়া গতবছর ওয়েস্ট ইন্ডিজ এ দলের কোচের দায়িত্বও পালন করেছেন তিনি। আগের কোচ পাইবাসের ওপর নাখোশ ছিলেন ওয়েস্ট ইন্ডিজের বহু সিনিয়র ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য দলে ঠাঁই পেতে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ বাধ্যতামূলক করেছিলেন তিনি। ক্রিকেটাররা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে গিয়ে তখন তার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। এ কারণে বেশকিছু সিনিয়র ক্রিকেটারকে বাদ দিয়ে বিভিন্ন টি২০ লিগে খেলা খেলোয়াড়দের বেছে নিয়েছিলেন তিনি। ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ট্রেন্ট ব্রিজে আগামী ৩১ মে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ।