সংবাদ সংক্ষপে

প্রকাশ | ১৩ এপ্রিল ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ফের ঢাকায় আসছেন মেসি! ক্রীড়া প্রতিবেদক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনে বছরব্যাপী আয়োজনের মধ্যে চমক দেখাতে চায় সরকার। এজন্য ফুটবল জাদুকর লিওনেল মেসি ও তার আর্জেন্টিনা দলকে আবারও ঢাকায় আনার পরিকল্পনা করা হয়েছে। এরইমধ্যে এই আগ্রহের কথা আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে জানানো হয়েছে। আর্জেন্টিনা দলকে বাংলাদেশে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় মুখিয়ে থাকলেও তবে এ ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে বিষয়টি। বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলম এবং আর্জেন্টিনার নতুন রাষ্ট্রদূত ডেনিয়েল চোবুরু (দিলিস্নভিত্তিক) এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচনা করেছেন। বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আর্জেন্টিনা ফুটবল দলকে অভ্যর্থনা জানানোর জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী মুখিয়ে আছেন। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা বেশ প্রবলই বলা চলে। কারণ প্রতি বছর মার্চের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত ক্লাব ফুটবলের ব্যস্ত সূচির ফাঁকে দেয়া হয় আন্তর্জাতিক ফুটবলের জন্য বিরতি। তখন নিজ নিজ দেশের হয়ে খেলতে চলে যান ফুটবলাররা। মার্চের ১৭ তারিখ বঙ্গবন্ধুর জন্মদিনের সময়টায় ক্লাব ফুটবলের ব্যস্ততা থাকবে না মেসি তথা আর্জেন্টিনার তারকা ফুটবলারদের। তাই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যদি পুরোদমে চেষ্টা করে, তাহলে মেসির আর্জেন্টিনাকে দ্বিতীয়বারের মতো দেশের মাটিতে দেখা যেতেও পারে। চেন্নাইয়ের অধিনায়ক ধোনির জরিমানা ক্রীড়া ডেস্ক রাজস্থানের বিপক্ষে ম্যাচের শেষ ওভারে মেজাজ হারালেন মিস্টার কুল হিসেবে খ্যাত ভারতীয় সুপারস্টার ও চেন্নাই সুপার কিংসের অধিনায়ক এমএস ধোনি। মাঠে ঢুকে ফিল্ড আম্পায়ারদের সঙ্গে তুমুল তর্ক জুড়ে দিয়েছিলেন ধোনি। বৃহস্পতিবার জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে ওই ঘটনায় শাস্তিও পেয়েছেন তিনি। আইপিএলের নিয়ম অনুসারে চেন্নাই অধিনায়করে এমন আচরনকে লেভেল ২ অপরাধ হিসাবে নির্ধারিত করা হয়। এই ঘটনায় ধোনির ম্যাচ ফি'র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। রাজস্থানের বোলার বেন স্টোকসের শেষ ওভারে ৩ বলে চেন্নাইয়ের প্রয়োজন ছিল ৮ রানের। চতুর্থ বলে স্টোকস একটি ফুল টস বোলিং করলে বলটিকে নো বল ঘোষনা করেন আম্পায়ার উলহাস গান্ধি। এই সময়ের মধ্যে ক্রিজে থাকা দুই চেন্নাই ব্যাটসম্যান নিউজিল্যান্ডের মিচেল স্যাটনার ও জাদেজা দুই রান তোলেন। ফলে জয়ের জন্য ধোনিদের প্রয়োজন পড়ে ৩ বলে ফ্র্রিহিটসহ ৫ রানের। কিন্তু পরক্ষনেই স্কয়ারলেগ আম্পায়ার অক্সেনফোর্ড নো বলটিকে বাতিল ঘোষনা করলে ক্ষোভে ফেটে পড়েন ধোনি। তিনি ড্রেসিং রুম থেকে মাঠে ঠুকে আম্পায়ারদ্বয়ের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। তিনি এর ব্যাখ্যা দাবি করেন। অবশ্য শেষ পর্যন্ত এত বির্তকের পরও সেই ধোনির চেন্নাই সুপার কিংস ৪ উইকেটের জয় নিয়ে বীরদর্পে মাঠে ছেড়েছে। এটা ছিল দুর্ঘটনা ক্রিস স্মলিং ক্রীড়া ডেস্ক উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লিওনেল মেসিকে ইচ্ছা করে আঘাত করেননি- জানালেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার ক্রিস স্মলিং। ম্যাচ শেষে দুজনের মধ্যে কোনো ধরনের বৈরিতা দেখা যায়নি। ম্যানইউ ডিফেন্ডার স্মলিং বললেন, এটা যে দুর্ঘটনা ছিল সেটা মেসি জানতেন। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে স্মলিংয়ের ট্যাকেলে নাকে আঘাত পান মেসি। রক্তাক্ত আর্জেন্টাইন ফরোয়ার্ডকে মাঠের পাশে প্রাথমিক চিকিৎসা নিতে হয়েছে। তারপরও ম্যাচ খেলে গেছেন বার্সেলোনার দৃঢ়চেতা এই ফরোয়ার্ড।