ডিপিএল সুপার লিগ শুরু সোমবার

প্রকাশ | ১৪ এপ্রিল ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া প্রতিবেদক ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার লিগ শুরু হচ্ছে সোমবার। সুপার লিগের প্রথম ম্যাচেই পয়েন্টের শীর্ষে থাকা দল লিজেন্ডস অব রূপগঞ্জ মাঠে নামছে। সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে এই ম্যাচে রূপগঞ্জের প্রতিপক্ষ মোহামেডান স্পোর্টিং ক্লাব। লিগে ১১ ম্যাচে সর্বোচ্চ ২০ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে এখন লিজেন্ডস অব রূপগঞ্জ। ১৬ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আবাহনী লিমিটেড ও সুপার লিগের প্রথমদিন খেলতে নামছে। আবাহনীর প্রতিপক্ষ প্রাইম দোলেশ্বর। ম্যাচটি হবে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে। একইদিন মুখোমুখি হচ্ছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই ম্যাচটি হবে ফতুলস্নার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। সুপার লিগের দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৭ ও ১৯ এপ্রিলে। বিশ্বকাপের দল চূড়ান্ত করতে সুপার লিগের এই ম্যাচগুলোর দিকে তাকিয়ে আছেন জাতীয় দলের নির্বাচকরা। নির্বাচকদের গুডবুকে থাকা বেশ কয়েকজন ক্রিকেটারের সাম্প্রতিক ফর্ম ভালো নয়। সুপার লিগে এই ম্যাচগুলোতে সেই ক্রিকেটাররা যাতে ফর্মে ফিরতে পারেন সে জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় তারা। এবারের লিগের রেলিগেশনে শুরু হবে ১৬ এপ্রিল মঙ্গলবার থেকে। রেলিগেশনে লড়ছে ব্রাদার্স ইউনিয়ন, বিকেএসপি ও উত্তরা স্পোর্টিং ক্লাব। ১৬ এপ্রিল রেলিগেশন লিগের প্রথম দিনেই ব্রাদার্স ও উত্তরা স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে।