ভারত-পাকিস্তান ম্যাচ যুদ্ধের মতো : শেবাগ

প্রকাশ | ১৪ এপ্রিল ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া ডেস্ক ভারত-পাকিস্তানের ম্যাচ মানেই বারুদে উত্তেজনায় ঠাসা এক ম্যাচ। তার ওপর সম্প্রতি দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি এতটা উত্তাল যে, তাই বিশ্বকাপে প্রতিবেশী দুই দেশের লড়াই যুদ্ধের চেয়ে কোনো অংশে কম নয়। এমনটাই মন্তব্য করেছেন ভারতের সাবেক হার্ডহিটার ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগ। আগামী ১৬ জুন ওল্ড ট্র্যাফোর্ডে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। বিশ্বকাপে রবিন রাউন্ডের এই ম্যাচ ঘিরে ক্রিকেট ভক্তদের মনে রয়েছে চরম উত্তেজনা। যদিও চরম আকাঙ্ক্ষিত ম্যাচটি বাতিলের দাবি তুলেছেন ভারতের অনেক সমর্থক ও সাবেক ক্রিকেটার। গত ফেব্রম্নয়ারিতে পুলওয়ামায় ভারতের মিলিটারি গাড়িবহরে হামলার প্রতিবাদে দাবিটি উঠেছিল। যদিও শেবাগ ম্যাচটির গুরুত্ব অন্যভাবে উপস্থাপন করেছেন। সাবেক ক্রিকেটারদের মধ্যে শেবাগের এক সময়কার ওপেনিং পার্টনার গৌতম গম্ভীরও উচ্চারণ করেছিলেন, 'ভুল করা হবে না যদি বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ বাতিল করা হয়।' শেবাগ বিষয়টি বুঝতে পারছেন স্পষ্ট। তবে একই সঙ্গে ক্রিকেট মাঠে জবাবটা দেয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তিনি। শুক্রবার গোয়ায় এক অনুষ্ঠানে সাবেক ভারতীয় হার্ডহিটার ওপেনার বলেন, বিশ্বকাপের ম্যাচটি নিশ্চিতভাবেই জেতা উচিত ভারতের।' ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠেয় বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের খেলা উচিত কিনা, এমন প্রশ্নে সাবেক ভারতীয় ওপেনার শেবাগ বলেছেন, 'পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধ করা উচিত কিনা এবং পাকিস্তানের সঙ্গে আমরা খেলব কিনা। এই দুটো বিষয় নিয়ে খুবই আলোচনা হচ্ছে। আমাদের সেটাই করা উচিত, যেটা দেশের জন্য মঙ্গলজনক হবে।' একই সঙ্গে তিনি যোগ করলেন, 'যখন ভারত ও পাকিস্তান কোনো ম্যাচ খেলে, তখন সেটা যুদ্ধের চেয়ে কোনো অংশে কম নয়। আমাদের সেই যুদ্ধটা অবশ্যই জিততে হবে, কোনোভাবে হারা যাবে না।' ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে হতে যাওয়া বিশ্বকাপের খেলা মাঠে গড়াবে আগামী ৩০ মে। আর বিরাট কোহলির ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পাকিস্তানের বিশ্বকাপ শুরু হবে অবশ্য তার আগেই, ৩১ মে মিশন শুরু করবে সরফরাজ আহমেদের দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে।