সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৪ এপ্রিল ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ধানমন্ডি ডার্বিতে আবাহনীর জয় ক্রীড়া প্রতিবেদক ঢাকা আবাহনী-শেখ জামাল। দুই ক্লাবই ধানমন্ডির। আর একই ঘরনার। দুই দলের শক্তির পার্থক্যটাও আকাশ-পাতাল নয়। শনিবার তাই বঙ্গবন্ধু স্টেডিয়ামে ধানমন্ডি ডার্বিটা হলো জমজমাট। শেষ পর্যন্ত ৪-৩ গোলে জয় পায় আবাহনী। এই জয়ে ১২ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানেই থাকল ঢাকা আবাহনী। ১১ ম্যাচে শেখ জামালের ১৪ পয়েন্ট। তারা আছে অষ্টম স্থানে। অন্যদিকে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে গোলশূন্য (০-০) ড্র করে তলানির দুই দল টিম বিজেএমসি এবং ব্রাদার্স ইউনিয়ন। এক পয়েন্ট করে পেয়েও নিজেদের পূর্বের অবস্থানেই আছে দুই ক্লাব। ১১ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে ব্রাদার্স। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ১৩ তম টিম বিজেএমসি। আবাহনীর বিপক্ষে প্রথম মিনিটেই ম্যাচে লিড নেয় শেখ জামাল। ডান প্রান্ত থেকে ফরোয়ার্ড সাখাওয়াত হোসেন রনির বাড়িয়ে দেয়া কোনাকোনি পাস আবাহনীর বক্সে পেয়ে ফাইনাল টাচে জালে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড লুসিয়ানো ইমানুয়েল (১-০)। তবে ১০ মিনিটে ম্যাচে সমতা আসে। বক্সের প্রায় দশ গজ দূরে ফ্রি কিক পায় ঢাকা আবাহনী। ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবনের ফ্রি কিক ছোট বক্সে লাফিয়ে উঠে হেডে লক্ষ্যভেদ করেন আফগান ফরোয়ার্ড মাসীহ সাইঘানী (১-১)। ২৭ মিনিটে নিজেদের ভুলেই পিছিয়ে পড়ে শেখ জামাল। মাঠের কর্নার থেকে আবাহনীর ডিফেন্ডার রায়হান হাসানের লম্বা থ্রো ছোট বক্সে লাফিয়ে উঠে হেড দিয়ে ক্লিয়ার করতে যান জামালের ডিফেন্ডার মনজুর রহমান মানিক। কিন্তু বল ঢুকে যায় তাদের নিজেদের জালেই (আত্মঘাতী)। ফলে প্রতিপক্ষের উপহারের গোলে ম্যাচে এগিয়ে যায় আবাহনী (২-১)। ৩৬ মিনিটে তুমুল ঝড়-বৃষ্টিতে ম্যাচটি বন্ধ থাকে। মজার বিষয় হলো আবাহনীর আগের ম্যাচটিও বৃষ্টির কারণে প্রায় ৩০ মিনিট বন্ধ ছিল। এবারের বিরতিটা দেড় ঘণ্টারও বেশি। যদিও বর্ষা মৌসুম এড়াতে নানান পরিকল্পনা করেই লিগ শুরু করেছিল বাফুফে। কিন্তু শেষ পর্যন্ত সেটি আর হলো কই! ১০ মিনিটের বৃষ্টিতেই ভেসে যায় বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ। পানি সেচা হয় যে সনাতনী পদ্ধতিতে তাতে করেই বৃষ্টি থামলেও মাঠ কোনোরকম উপযুক্ত করে ম্যাচ শুরু করতে আরও দেরি হয়ে যায়। শনিবারও এর ব্যতিক্রম হয়নি। ম্যাচ শুরু হলে আবারও নতুন উদ্যমে খেলতে নামে দুই দলের ফুটবলাররা। তবে এবার আক্রমণের ধারটা জামালেরই বেশি। অবশ্য ৪২ মিনিটে বক্সে বল পেয়ে শট নিয়েছিলেন সানডে সিজোবা। কিন্তু বল সরাসরি গ্রিপে নেন জামালের গোলরক্ষক। ৫৩ মিনিটে সানডের যোগান দেয়া বলে জামালের জাল কাপান ফিলস ব্যালফোর্ট (৩-১)। চোটে ছিটকে গেলেন রামোস ক্রীড়া ডেস্ক রিয়াল মাদ্রিদের মৌসুম যেন কোনো দিক থেকেই ভালো যাচ্ছে না। একটির পর একটি দুঃসংবাদ পিছু ছাড়ছে না গ্যালাটিকোদের। এবার রিয়াল অধিনায়ক সার্জিও রামোস ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে গেলেন তিন সপ্তাহের জন্য। লা লিগায় রিয়ালের অবস্থান তিনে। আরও আগেই বাদ পড়েছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। আর চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার কাছে হেরে বিদায় নিয়েছে কোপা দেলরে থেকেও। সব মিলিয়ে বেশ বাজে যাচ্ছে সান্তিয়াগো বার্নবু্যর ক্লাবটির।