বার্সাকে নিয়ে ভাবতে মানা এনরিকের

প্রকাশ | ০৭ এপ্রিল ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
লিগ আঁ শিরোপা ধরে রাখার পথেই আছে পিএসজি। পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের তলানির দল ক্লেহমোঁ। এরপরই চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে দিতে হবে কঠিন পরীক্ষা। তবে, আপাতত 'অত দূরের' লড়াই নিয়ে ভাবতে চান না পিএসজি কোচ লুইস এনরিকে। দ্বিতীয় স্থানে থাকা ব্রেস্তের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে ফরাসি লিগের শীর্ষে আছে পিএসজি। আগামী বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বার্সেলোনার বিপক্ষে খেলবেন কিলিয়ান এমবাপেরা। এনরিকে বললেন,'সামনে আমাদের কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, কিন্তু (আপাতত) সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ আগামীকাল। আমরা এখনো লিগ আঁ জিতে যাইনি, বাকি সাত ম্যাচের তিনটিতে আমাদের জিততে হবে। আমাদের যথেষ্ট অনুপ্রেরণা আছে।'