অবনমন ব্রাদার্স বিকেএসপির

প্রকাশ | ১৯ এপ্রিল ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
ব্রাদার্সের পর বিকেএসপিকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে টিকে থাকল উত্তরা স্পোর্টিং ক্লাব। তিন দলের মাঝে অবনমন এড়ানোর লড়াইয়ে একটি করে ম্যাচ হেরে প্রিমিয়ার থেকে নেমে গেছে ব্রাদার্স ও বিকেএসপি। আগামী মৌসুমে তাদের খেলতে হবে প্রথম বিভাগ লিগে। এবারের লিগে প্রথম বিভাগ থেকে উঠে আসে উত্তরা ও বিকেএসপি। উত্তরা টিকে থাকলেও আট বছর পর প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাওয়া বিকেএসপি নেমে গেছে আগের অবস্থানে। রেলিগেশন লিগের প্রথম ম্যাচে ব্রাদার্সকে ১৮৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টিকে থাকার আশা জাগায় উত্তরা। বৃহস্পতিবার রুদ্ধশ্বাস লড়াইয়ের পর বিকেএসপিকে ১ উইকেটে হারায় তারা। ফতুলস্নায় বিকেএসপির দেয়া ১৪৫ রানের লক্ষ্যে উত্তরা পৌঁছায় ৩৯.৫ ওভারে মাত্র এক উইকেট হাতে রেখে। লো-স্কোরিং ম্যাচে ভারতীয় রিক্রুট মানান শর্মা খেলেন ৫৯ বলে ৫২ রানের ইনিংস। টস জিতে ব্যাটিংয়ে নেমে আমিনুল ইসলামের ফিফটির (৫৯) পরও ইনিংসের ২ বল আগে মাত্র ১৪৪ রানে গুটিয়ে যায় বিকেএসপি। উত্তরার পেসার আবদুর রশিদ ৯.৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে নেন ৫ উইকেট।