শ্রীলংকার বিশ্বকাপ দলে বিপস্নব!

প্রকাশ | ১৯ এপ্রিল ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
গেল অক্টোবরে শ্রীলংকা ওয়ানডে দলকে নেতৃত্ব দেয়া দিনেশ চান্দিমাল জায়গা পাননি বিশ্বকাপ দলে। গত বিশ্বকাপের পর আর ওয়ানডে না খেলা লাহিরু থিরুমান্নেকে আগেই অধিনায়ক করায় তার স্কোয়াডে থাকা ছিল অবধারিত। তার নেতৃত্বে ১৫ জনের দলে আছে আরও কিছু চমক। এক কথায় বলা যায়, এবারের বিশ্বকাপের দলের জন্য শ্রীলংকা যাদের বেছে নিয়েছে এবং যে প্রক্রিয়ায় তাদের নির্বাচিত করা হয়েছে সেটা সবাইকে অবাক করেছে। বিশ্বকাপ দলের নাম ঘোষণায় এক অর্থে বিপস্নবই ঘটিয়েছে শ্রীলংকা! দলের অধিনায়ক যাকে করা হয়েছে সেই করুণারত্নে শ্রীলঙ্কার হয়ে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন ২০১৫ সালের বিশ্বকাপে। পেছনের চার বছরে ওয়ানডে দলেই নেই তিনি। সেই তাকেই করা হয়েছে এবারের বিশ্বকাপের অধিনায়ক! গত মাসে দক্ষিণ আফ্রিকা সফরের পর অধিনায়কত্ব হারানো লাসিথ মালিঙ্গা আছেন বিশ্বকাপ দলে। শুধু অধিনায়কই নয়, দলের আরো চারজন খেলোয়াড়কে এবারের বিশ্বকাপ দলে রাখা হয়েছে যারা অন্তত এক বছর ধরে ওয়ানডে দলেই নেই। নামগুলো শুনুন-ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে, স্পিন অলরাউন্ডার মিলিন্দা সিরিবর্ধনে, জীবন মেন্ডিস ও লেগস্পিনার জেফরি ভ্যান্ডারসে। পেছনের একবছর তারা শ্রীলঙ্কার হয়ে কোন ওয়ানডে ম্যাচে না খেলেই ঠিক কোন বিবেচনায় সরাসরি বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে গেলেন-সেটা জানতে গোয়েন্দা নিয়োগের প্রয়োজন! দীর্ঘদিন ওয়ানডে না খেলে এই চারজনকে ফেরানো হলেও লঙ্কান বিশ্বকাপ দলে জায়গা মেলেনি অভিজ্ঞ ওপেনার উপুল থারাঙ্গার। জায়গা পাননি উইকেটকিপার ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা। জায়গা না তালিকায় আছেন অফ স্পিনার আকিলা ধনঞ্জয়া, দানুশকা গুনাতিলেকাও। আছেন অনেক বিতর্কের পর নেতৃত্ব ছেড়ে দেয়া অ্যাঞ্জেলো ম্যাথিউস। ১ জুন বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নামবে শ্রীলংকা। তার আগে বিশ্বকাপের প্রস্তুতির জন্য স্কটল্যান্ডের বিপক্ষে দুই ওয়ানডে খেলবে শ্রীলংকা। বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে ২৪ মে শ্রীলংকার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। মূল বিশ্বকাপে নামার আগে ২৭ মে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যর। শ্রীলংকা দল : দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাসিথ মালিঙ্গা, অ্যাজেলো ম্যাথিউস, থিসারা পেরেরা, কুশল পেরেরা, ধনঞ্জয় ডি সিলভা, কুশল মেন্ডিস, ইশুরু উদানা, মিলিন্দা শ্রীবর্ধনে, অভিষেক ফার্নেন্ডো, জীবন মেন্ডিস, লাহিরু থিরিমান্নে, জেফরি ভেন্ডারসে, নোয়ান প্রদীপ, সুরাঙ্গা লাকমাল।