বিশ্বকাপ স্কোয়াড নিয়ে রবি শাস্ত্রীর ভাবনা

প্রকাশ | ১৯ এপ্রিল ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
গত সোমবার ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে ভারত। তবে ভারতের কোচ রবি শাস্ত্রী মনে করেন, বিশ্বকাপে ১৫ সদস্যের স্কোয়াড না হয়ে ১৬ সদস্যবিশিষ্ট হলেই ভালো হতো। তিনি আইসিসিতে থাকলে ১৬ সদস্যের দলই করতেন বলে জানিয়েছেন। বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে শাস্ত্রী জানান, তিনি আইসিসিকে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণার পরামর্শও দিয়েছিলেন। শাস্ত্রী বলেন, 'আমি হলে ১৬ জনের দল করতাম। আমরা আইসিসিকে জানিয়েছিলাম এতদিন ধরে চলা একটি প্রতিযোগিতায় ১৬ জন ক্রিকেটারকেই দলে রাখা উচিত। কিন্তু আইসিসি নির্দেশ দেয় ১৫ জনেরই স্কোয়াড বাছাই করতে হবে।'