রহমতগঞ্জের কাছে হারল মোহামেডান

প্রকাশ | ২০ এপ্রিল ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ হারের পর ড্র করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে শুক্রবার ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের তেরোতম রাউন্ডের ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে আবারও হার নিয়ে মাঠ ছেড়েছে তারা। এই ম্যাচে সাদা-কালোরা হেরেছে ২-১ গোলের ব্যবধানে। ১২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ১৩ দলের মধ্যে ১১তম স্থানে মোহামেডান। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে নবম স্থানেই থাকল রহমতগঞ্জ। এদিকে ঢাকার বাইরে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে নিজেদের হোম ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের কাছে ২-০ গোলে হেরে গেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ৪ মিনিটে প্রায় মাঝ মাঠ থেকে সিও জোনাপিওর লংপাসে বল পান রহমতগঞ্জের ফয়সাল আহমেদ। বল নিয়ে সামনে এগিয়ে যাবার মুহূর্তে তাকে বাধা দিতে ব্যর্থ হন মোহামেডানের দুই ডিফেন্ডার। প্র্রতিপক্ষ গোলরক্ষক পোস্ট ছেড়ে সামনে এগিয়ে আসায় অরক্ষিত পোস্টে বলটা পাঠিয়ে দিয়ে দলকে এগিয়ে দেন এই ফরোয়ার্ড (১-০)। ১১ মিনিটে কর্নার থেকে বল পেয়ে বক্সে হেড দেন কিংসলে চিগুজি। রহমতগঞ্জের ডিফেন্ডারের মাথায় লেগে বলের গতিপথ বদলে যায়। বক্সের মাথায় দাঁড়িয়ে ছিলেন মিডফিল্ডার হাবিবুর রহমান সোহাগ। বাঁ পায়ের চমৎকার ভলিতে লক্ষ্যভেদ করেন সোহাগ (১-১)। প্রথমার্ধে সমতাতে থেকেই বিশ্রামে যায় উভয় দল। ৫৬ মিনিটে জটলার মধ্য থেকে ছোট বক্সে বল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন মোহামেডানের নাইজেরিয়ান ফরোয়ার্ড এনকোচা কিংসলে। তাকে নিজেদের বক্সে ফাউল করেন রহমতগঞ্জের ড্যামিয়েন চিগুজি। রেফারি ড্যামিয়েনকে হলুদ কার্ড এবং সাদা-কালোদের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান। কিন্তু গোলের সহজতম সুযোগটিও হাতছাড়া করেছে ঐতিহ্যবাহীরা। এনকোচার ডান পায়ের শট বার ঘেঁষে চলে যায় মাঠের বাইরে। ৬৭ মিনিটে বাঁপ্রান্ত থেকে ফয়সাল আহমেদের ফ্রি কিক বক্সে জটলার মধ্যে পেয়ে হেড নেন ড্যামিয়েন। কিন্তু বল পোস্টে রাখতে পারেননি। ৭০ মিনিটে বাঁপ্রান্ত থেকে মিডফিল্ডার কায়সার আল রাব্বির শট বারে লেগে ফেরত আসায় নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় সাদা-কালোরা। ৭৩ মিনিটে বল নিয়ে রহমতগঞ্জের বক্সে ঢুকে শট নেন মিডফিল্ডার পাশবন মোলস্না। কিন্তু গোল করতে ব্যর্থ হন। ৭৯ মিনিটে ডান প্রান্ত দিয়ে বক্সের সামান্য বাইরে থেকে ডান পায়ের বাঁকানো শট নেন সোহেল রানা। পোস্টের কাছে দাঁড়িয়ে থাকা সিও জোনাপিও হেডে মোহামেডানের জালে বল পাঠালে আবারও লিড নেয় রহমতগঞ্জ (২-১)। শেষ পর্যন্ত আর ম্যাচে ফেরা হয়নি মোহামেডানের। যথারীতি পয়েন্ট খুইয়ে সমর্থকদের গালাগাল শুনতে শুনতেই মাঠ ছেড়েছে সাদা-কালো শিবির। ১২ ম্যাচে এটি অষ্টম হার মোহামেডানের। অন্যদিকে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে নিজেদের হোম ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের কাছে ২-০ গোলে হেরে যায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। জয় পেয়ে ১২ ম্যাচে মোট ২৩ পয়েন্ট সংগ্রহ করেছে সাইফ স্পোর্টিং। কিন্তু টেবিলে নিজেদের আগের চতুর্থ স্থানেই থাকল তারা। কারণ ২৪ পয়েন্ট নিয়ে শেখ রাসেল আছে তৃতীয় স্থানে। ১৫ পয়েন্ট নিয়ে ৬ষ্ঠ স্থানে মুক্তিযোদ্ধা। নিজেদের হোম ভেনু্যতে প্রথমার্ধের পুরোটাই সাইফকে আটকে রাখতে সমর্থ হয় মুক্তিযোদ্ধা। কিন্তু দ্বিতীয়ার্ধে কৌশল বদলে খেলতে নামে সাইফ। সাফল্যও আসে কিছুক্ষণের মধ্যেই। ৫৮ মিনিটে মোহাম্মদ রাফির পাসে গোল করে সাইফ স্পোর্টিংকে এগিয়ে দেন রাশিয়ান মিডফিল্ডার ড্যানিশ বলশাভক (১-০)। ৫২ মিনিটে মিডফিল্ডার জাভেদ খান যে গোলটি করেন তার বলের জোগানদাতাও ছিলেন বলশাভকই (২-০)। আর এই গোলেই ম্যাচ জিতে মাঠ ছাড়ে তারা।