ইউরোপার সেমিতে চেলসি-আর্সেনাল

প্রকাশ | ২০ এপ্রিল ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
উয়েফা ইউরোপা লিগে বৃহস্পতিবার নাপোলির বিপক্ষে দুর্দান্ত ফ্রি কিক থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন আর্সেনালের আলেক্সান্দ্রে লাকাজেত্ত। শেষ পর্যন্ত ইতালির দলটিকে কাঁদিয়ে শেষ চারে উঠেছে গানাররা -ওয়েবসাইট
উয়েফা ইউরোপা লিগের ম্যাচে স্স্নাভিয়া প্রাগের বিপক্ষে ৭ গোলের রোমাঞ্চে জয় নিয়ে মাঠ ছেড়েছে চেলসি। বৃহস্পতিবার রাতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে চেক প্রতিপক্ষকে ৪-৩ গোলে হারিয়েছে তারা। দুই লেগে ৫-৩ গোলের অগ্রগামিতায় ইউরোপা লিগের সেমিফাইনালে উঠেছে মাউরিসিও সারির দল। রাতের আরেক ম্যাচে চেলসির লিগ প্রতিদ্বন্দ্বী আর্সেনাল টানা দ্বিতীয়বারের মতো শেষ চারে খেলা নিশ্চিত করেছে। নাপোলিকে ১-০ গোলে হারিয়ে শেষ আটের দ্বিতীয় লেগও জিতেছে তারা। ৩-০ গোলের অগ্রগামিতায় পরের পর্বে উঠেছে গানাররা। স্টামফোর্ড ব্রিজে শুরুটা দুর্দান্ত করেছিল চেলসি। ২৭ মিনিটের মধ্যেই চার গোল করে উদযাপনও শুরু করে দিয়েছিল। দ্বিতীয়ার্ধেই সেই উচ্ছ্বাসের রঙ নীল হতে শুরু করেছিল। অলিভার জিরুর পাস থেকে ম্যাচের ৫ মিনিটেই বস্নুজদের লিড এনে দেন পেদ্রো রদ্রিগেজ। দ্বিতীয় গোল চেলসি পেয়েছে ৯ মিনিটে স্স্নাভিয়ার আত্মঘাতীর বদৌলতে। ১৭ মিনিটের মাথায় ব্যবধান আরও বাড়ায় চেলসি। এবার পেদ্রোর পাস থেকে জিরুর গোল। তার ১০ মিনিটের মধ্যেই ব্যবধান ৪-০ করে ফেলে চেলসি। এবারও জিরুর পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন পেদ্রো। তবে, তার এক মিনিট আগে ব্যবধান কমিয়েছিল স্স্নাভিয়া। পিটারের পাসে চেলসি সমর্থকদের চমকে দেন থমাস। প্রথমার্ধে ৪-১ এ এগিয়ে থাকা চেলসি যেন খেই হারাতে শুরু করে খেলার দ্বিতীয়ার্ধে। ৫১ মিনিটে আরেকবার ব্যবধান কমায় অতিথিরা। এবার থমাসের পাস থেকে পিটারের গোল। এই গোলের উদযাপনের রেশ কাটতে না কাটতেই চেলসি শিবিরে কাঁপন ধরায় স্স্নাভিয়া। এবারও থমাস-পিটার জুটির চমক। থমাসের পাস থেকে নিজের দ্বিতীয় গোলের দেখা পেল পিটার। তাতেই ব্যবধান হয়ে পড়ে ৪-৩। এর পরে অবশ্য আর কোনও গোলের দেখা পায়নি দু'দল। শেষতক জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি। দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে ইউরোপা কাপের শেষ চারে উঠে যায় মাউরিসিও সারির শিষ্যরা। এদিকে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল আর্সেনাল। ফিরতি লেগেও নাপোলির মাঠে খেলতে গিয়েও জয় নিয়ে ফিরছে তারা। এস্তাদিও সান পাওলোতে ১-০ ব্যবধানে জেতায় দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে সেমির টিকিট পেয়েছে তারা। নাপোলির জালে ৩৬ মিনিটে বল জড়ায় আর্সেনাল। প্রতিপক্ষের মাঠে আলেক্সান্দ্রে লাকাজেত্তের ফ্রি কিক থেকে হয় ম্যাচের একমাত্র গোলটি। ফরাসি ফরোয়ার্ডের গোলে ভ্যালেন্সিয়ার বিপক্ষে শেষ চারের লড়াই নিশ্চিত করেছে আর্সেনাল। অপরদিকে এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে সেমিফাইনাল খেলবে চেলসি। দ্বিতীয় লেগে বেনফিকাকে ২-০ গোলে হারিয়েছে জার্মান ক্লাবটি। দুই লেগে ৪-৪ গোলের ব্যবধান হলেও অ্যাওয়ে গোলের বিচারে সেমিফাইনালে উঠেছে ফ্রাঙ্কফুর্ট। রাতের আরেক আরেক কোয়ার্টার ফাইনালে ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়া। অল স্প্যানিশ লড়াইয়ে ভ্যালেন্সিয়া দুই লেগের অগ্রগামিতায় ৫-১ গোলে এগিয়ে যায়।