জুভেন্টাসও ছাড়বেন রোনালদো!

প্রকাশ | ২০ এপ্রিল ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ শিরোপার কাছাকাছি পৌঁছেও পারেনি জুভেন্টাস। সে স্বপ্ন পূরণে এবার দলটি ক্রিশ্চিয়ানো রোনালদোকে টেনেছিল। কিন্তু সিআর সেভেনও হয়েছেন ব্যর্থ। মানে চলতি মৌসুমের শেষ আটের ম্যাচে আয়াক্সের কাছে হেরে বিদায় নেয় ইতালিয়ান সিরি'আ চ্যাম্পিয়নরা। মূলত এরপর থেকেই তুরিনের ক্লাবটির সমর্থকদের মধ্যে জুভেন্টাসে থাকছেন তো পর্তুগিজ ফরোয়ার্ড। বিশেষ করে যে চ্যালেঞ্জ জয়ের উদ্দেশে স্পেন ছেড়ে ইতালিতে এসেছিলেন রোনালদো, তা পূরণ করতে পারেননি তিনি। উল্টো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই তার দল জুভেন্টাস ছিটকে পড়েছে। যে কারণে এ ফরোয়ার্ড মনে মনে নিজেকে দোষী সাব্যস্ত করছেন। আবার এ থেকে মুক্তি পেতে তুরিন ছাড়াও পরিকল্পনা করছেন তিনি। এমন ধারণায় করছেন অনেকেই। ইতালিয়ান পত্রিকা লা রিপাবলিকার বৃহস্পতিবারের সংস্করণ বেশ নাড়া দিয়েছে জুভেন্টাস ভক্তদের। তাদের প্রতিবেদনে ভবিষ্যতবাণী, চ্যাম্প্রিন্স লিগ থেকে বিদায়ের খেসারত জুভেন্টাসকে দিতে হবে রোনালদোকে ছেড়ে দেয়ার মাধ্যমে! যদিও জুভেন্টাসের সঙ্গে রোনালদোর চুক্তি আছে ২০২২ সাল পর্যন্ত। লা রিপাবলিকা বলছে, তবে ওই সময় পর্যন্ত ইতালিতে থাকার ধৈর্য হবে না পর্তুগিজ যুবরাজের। হয়তো সর্বোচ্চ আরেকটা মৌসুম দেখবেন। সেটির ফলাফলও যদি হয় এ মৌসুমের মতো, তাহলেই শেষ! নতুন চ্যালেঞ্জের খোঁজে নেমে পড়বেন সিআর সেভেন। গত মৌসুমের শেষ দিকে ১২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে রোনালদোকে টেনেছিল জুভেন্টাস। কিন্তু তুরিনের ক্লাবটির ইচ্ছে সিআর সেভেন এবার পূরণ করতে পারেননি। স্বাভাবিকভাবেই হতাশ দলটি। তাই বলে সিআর সেভেনকে কোনোভাবেই ছাড়তে চাইবে না সিরি'আর চ্যাম্পিয়নরা। আবার চাইলেই যে, রোনালদোকে ছেড়ে দেবে জুভেন্টাস সেটিও না। কারণ ১২০ মিলিয়ন খরচ করে আনা খেলোয়াড়, বিনিয়োগের টাকাটাও উসুল করে নেয়া দরকার। সেই উসুলটা হবে কীভাবে? লিগ জয়ের মাধ্যমে? সেটা তো জুভেন্টাস গত সাত মৌসুম ধরে টানা করে চলেছে, রোনালদোকে ছাড়াই। ফিওরেন্টিনার বিপক্ষে লিগের পরবর্তী ম্যাচটা ড্র করলেই ঘরে আসবে টানা অষ্টম স্কুডেট্টো। এই লিগ শিরোপা এখন খুব একটা আনন্দ দেয় না ক্লাব সমর্থকদের। তাদের দরকার ছিল চ্যাম্পিয়ন্স লিগ। সেজন্যই রোনালদোর জুভেন্টাসে আসা। চাইলেও অবশ্য কোয়ার্টার থেকে বিদায়ের দায়টা রোনালদোর ঘাড়ে দিতে পারছে না জুভেন্টাসের ভক্তরা। আয়াক্সের বিপক্ষে দুই লেগেই গোল করেছিলেন সিআর সেভেন। দ্বিতীয় রাউন্ডে তার হ্যাটট্রিকেই উড়ে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। অর্থাৎ, রোনালদো যেখানে স্রোতের বিপরীতে একা লড়ছেন, বাকিরা গা ভাসিয়ে দিয়েছেন সেই স্রোতেই। পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদোকে আটকাতে জুভেন্টাসকে তাই কিছু পরামর্শ দিয়েছে আরেক ইতালিয়ান পত্রিকা লা গ্যাজেত্তা ডেল স্পোর্ত। পত্রিকাটির পরামর্শ, জুভ কর্তারা কিছু সময়ের জন্য হলেও যেন বসেন তার সঙ্গে। প্রয়োজনে কিছু খেলোয়াড়ও না হয় অদল-বদল করা যেতে পারে রোনালদোর পরামর্শে।