সাঁতারে ফিরছেন না ফেলপস

প্রকাশ | ২০ এপ্রিল ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
কিংবদন্তি সাঁতারু। ২৩টি অলিম্পিক সোনা আছে মাইকেল ফেলপসের দখলে। ক'দিন আগে টাইগার উডস অবসর ভেঙে পঞ্চম মাস্টার্স টাইটেল জিতে প্রশংসায় ভাসচ্ছেন। তাই অনেকের মনে প্রশ্ন, অবসর ভেঙে ফিরছেন কি মাইকেল ফেলপস। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে সাঁতারে ফেরার সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন ফেলপস। আপাতত নিজের পরিবারকে সময় দিতে চান এই কিংবদন্তি সাঁতারু, 'আমি মনে করি আমার আর খেলা উচিত নয়, নতুনদের সুযোগ দেয়া উচিত। সাঁতারে আমার সোনালি অতীত নিয়েই বাঁচতে চাই আমি। ৩ বছর হতে চলল আমি আর প্রতিযোগিতার জন্য পুলে নামি না। সাঁতার আমার সবটা জুড়ে আছে। তবে আমি আর সাঁতারে লড়ছি না।' এর আগে ২০১২ সালে অবসর নেওয়ার একবছর পরই চেনা পরিবেশে ফিরেছিলেন ফেলপস। কদিন টাইগার উডস অবসর ভেঙে ফেরায় অনেকেই প্রশ্ন তোলেন, এবার কি ফিরছেন ফেলপস। এরই মধ্যে ব্যাপারটি পরিষ্কার করেছেন সাবেক মার্কিন এ সাঁতারু। অলিম্পিকে রেকর্ড ২৩টি সোনাসহ মোট ২৮টি পদক জিতেছেন ফেলপস। ২০১৬ সালের রিও ডি জেনেইরো অলিম্পিক শেষেই অবসরে যান তিনি। এখন পর্যন্ত অলিম্পিকে তারচেয়ে বেশি স্বর্ণপদক জিততে পারেননি আর কেউ। অনেক অলিম্পিক রেকর্ডও রয়েছে এ কিংবদন্তির দখলে।