জয়ে শেষ শেখ রাসেলের

প্রকাশ | ২১ এপ্রিল ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া প্রতিবেদক বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে প্রথম লেগটা জয় দিয়েই শেষ করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। শনিবার নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টিম বিজেএমসিকে তারা হারায় ১-০ গোলের ব্যবধানে। এই জয়ে ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই থাকল তারা। বিজেএমসি ৪ পয়েন্ট নিয়ে তলানিতে থেকেই শেষ করল প্রথম লেগ। অন্যদিকে ময়মনসিংহের রফিকউদ্দিন ভুইয়া স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। রাসেল-বিজেএমসি লড়াইয়ে ৪২ মিনিটে লিড নেয় অলবস্নুজরা। নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল ওডোভিনের পাসে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এলেক্স রাফায়েল ডি সিলভা (১-০)। আর এই গোলেই ম্যাচ জেতে শেখ রাসেল। অন্যদিকে ময়মনসিংহের রফিকউদ্দিন ভুইয়া স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। এই জয়ে ৮ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে উঠল গোপীবাগের দলটি। অন্যদিকে ১২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকেই লিগ শেষ করল আরামবাগ ক্রীড়া সংঘ। ম্যাচের ৭৭ মিনিটে পানামার ফরোয়ার্ড জ্যাক ড্যানিয়েলের পাসে গোল করে দলকে লিড এনে দেন ব্রাদার্সের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এভারটন (১-০)। আর সেই গোলটি শেষ পর্যন্ত শোধ করতে পারেনি আরামবাগ। ফলে হার নিয়েই প্রথম লেগ শেষ করেছে অফিসপাড়ার ক্লাবটি। প্রিমিয়ার লিগের ১৩টি দলের প্রত্যেকেরই ১২টি করে ম্যাচ খেলা হয়েছে। ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ঢাকা আবাহনী। ব্রাদার্সের উন্নতিতে একধাপ নিচে নেমে গেল মোহামেডান (১২তম)। আজ থেকে শুরু হলো ফুটবলের মধ্যবর্তী দলবদল। চলবে ২৭ এপ্রিল পর্যন্ত।