ছেলেদের শেষে মেয়েদের শুরু

শুরুতে প্রিমিয়ার লিগে ছয়-সাত দলের অংশগ্রহণ ছিল। এখন কিন্তু দশটা টিম চলে এসেছে। তাতে আমাদের ম্যাচ বেড়েছে। আশা করি সামনে আরও দল বাড়বে। তাহলে আমাদের জন্য অনেক ভাল হবে

প্রকাশ | ২১ এপ্রিল ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ সামনে রেখে শনিবার নিজস্ব বাসে চড়ে মিরপুরে এসে দলবদলে অংশ নেয় বিকেএসপির মেয়েরা -বিসিবি
ক্রীড়া প্রতিবেদক দেশের নারী ক্রিকেটারদের রুটি-রুজির একমাত্র উৎস ঢাকা প্রিমিয়ার লিগ। সেই লিগ নিয়েই ছিল অনিশ্চয়তা। গেল দুই মাস ধরে এমন জিজ্ঞাসায় ভারী হয়ে উঠেছিল মিরপুরের আকাশ। অবশেষে কেটেছে অনিশ্চয়তার মেঘ। দেরিতে হলেও মাঠে গড়াচ্ছে মেয়েদের ওয়ানডে সংস্করণের লিগ। শনিবার সম্পন্ন হয়েছে দলবদল। আগামী ২৩ এপ্রিল শেষ হবে ছেলেদের প্রিমিয়ার লিগ। তার দু'দিন পর ২৫ এপ্রিল থেকে শুরু হবে মেয়েদের লিগ। অংশ নেবে ১০টি দল। শুরুর দিকের ম্যাচগুলো হবে বিকেএসপির তিন মাঠে। মাশরাফিবাহিনী আয়ারল্যান্ড সফরে চলে গেলে মেয়েদের কিছু ম্যাচ হতে পারে শেরেবাংলা স্টেডিয়ামে। লিগের আয়োজক কমিটি ভেনু্য হিসেবে মিরপুরকে চেয়ে চিঠি দিয়েছে বিসিবির গ্রাউন্ডস কমিটির কাছে। মাঠ স্বল্পতার কারণে থমকে ছিল মেয়েদের চলতি মৌসুমের লিগ আয়োজন। গত ২৫ ফেব্রম্নয়ারি ছেলেদের প্রিমিয়ার টি২০ ও ৮ মার্চ থেকে প্রিমিয়ার লিগ শুরু হওয়ায় মাঠ সংকটে পিছিয়ে যায় মেয়েদের লিগ। এই বিরতিতে মার্চের শুরুতে কক্সবাজারে জাতীয় লিগে অংশ নেয় আটটি বিভাগীয় দল। সেখান থেকে বাছাইকৃত ৫২ জন ক্রিকেটারকে নিয়ে ৭ থেকে ১২ এপ্রিল রংপুরে চারটি দলের একটি টি২০ টুর্নামেন্ট আয়োজন করে বিসিবি। যেখানে ছিলেন জাতীয় দলের ভারতীয় কোচিং ইউনিট। মিরপুরের মিডিয়া সেন্টারে দলবদলে অংশ নিতে আসা বাংলাদেশ দলের অভিজ্ঞ অলরাউন্ডার লতা মন্ডল বলেন, 'খেলার মধ্যে থাকলেও আমাদের হেড কোচ অঞ্জু জৈন যার যে সমস্যা সেটি ধরিয়ে দিয়েছেন। যেটি আমরা ম্যাচে প্রয়োগ করার চেষ্টা করতে পেরেছি। টি২০ শেষ হতেই ওয়ানডে লিগ শুরু হচ্ছে। এটা আমাদের খুব কাজে দেবে।' 'শুরুতে প্রিমিয়ার লিগে ছয়-সাত দলের অংশগ্রহণ ছিল। এখন কিন্তু দশটা টিম চলে এসেছে। তাতে আমাদের ম্যাচ বেড়েছে। আশা করি সামনে আরও দল বাড়বে। তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। আমরা আর কতদিন খেলব? আমাদের পরের ব্যাচ তৈরি করার জন্য বিসিবি চেষ্টা করছে। এটা ভালো দিক। সম্ভবত মেয়েদের 'এ ' দল গঠন করা হচ্ছে।' মেয়েদের ঘরোয়া ক্রিকেট চালু রাখা গেলেও আন্তর্জাতিক ম্যাচ নেই লম্বা সময় ধরে। ২০১৯ সালে কোনো ম্যাচ খেলারই সুযোগ পায়নি রুমানা-জাহানারা-সালমারা! ২০১৮ সালের ১৮ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজে টি২০ বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটিই শেষ! পাঁচ মাস হলো ম্যাচ পায়নি টিম টাইগ্রেস। অপেক্ষা দীর্ঘ হচ্ছে আরও। জুলাইয়ে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু স্বাগতিকরা দ্বিপাক্ষিক সিরিজটি বাতিল করে দিয়েছে। বিসিবির ওমেন্স উইংয়ের ইনচার্জ নাজমুল আবেদীন ফাহিম জানান, 'পাকিস্তান সিরিজ বাতিল করায় আমরা বিকল্প একটি দেশে সফরের কথা ভাবছি। এ ব্যাপারে আলাপ-আলোচনা চলছে।'