সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২১ এপ্রিল ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বিশ্বকাপ খেলবেন না হেলস! ক্রীড়া ডেস্ক ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে থাকা ওপেনার অ্যালেক্স হেলস আকস্মিকভাবে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্রাম নিয়েছেন। এতে তার বিশ্বকাপ খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। খবর ব্রিটিশ গণমাধ্যমের। কাউন্টি ক্লাব নটিংহ্যামশ্যায়ারের হয়ে লন্ডন রয়্যাল কাপে না খেলার ইচ্ছা জানিয়ে ক্রিকেট থেকে বিরতি নেয়ার কথা জানান হেলস। সেই বিরতি কবে শেষ হবে তা জানননি তিনি। নটিংহ্যামশ্যায়ার তাদের ওয়েবসাইডটি বিবৃতি দিয়ে জানিয়েছে, 'হেলস নিজেকে দলে রাখার ব্যাপারে অনিচ্ছার কথা জানিয়েছেন। কবে তিনি খেলায় ফিরবেন তাও জানাননি।' শুক্রবার ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে নটিংহ্যামশায়ারের খেলার আগে 'ব্যক্তিগত কারণ' দেখিয়ে না খেলার কথা জানান হেলস। ৩০ বছর বয়সী হেলস আগামী মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে ক্রিকেটে ফিরবেন কিনা তা স্পষ্ট করেননি। এমন খবর দিয়েছে ব্রিটেনের দ্য ইন্ডিপেন্ডেন্ট, ডেইলি মেইল ও বিবিসি। আগামী শনিবার কার্ডিফে ১৫ সদস্যের ইংল্যান্ড দল তিন দিনের অনুশীলন শুরু করবে। ইংল্যান্ডের টপ অর্ডারে হেলস গুরুত্বপূর্ণ নাম। বিশ্বকাপেও তাকে ঘিরে বড় প্রত্যাশা দলের। হেলসের এই সিদ্ধান্তের পর ইংল্যান্ড ক্রিকেট দল এখনো কোনো প্রতিক্রিয়া দেয়নি। এর আগে ২০০৮ সালে ইংলিশ ব্যাটসম্যান মার্কাস ট্রাসকোথিক অবসাদগ্রস্ততার কথা জানিয়ে হুট করে ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটেও বড় কদর আছে হেলসের। বাংলাদেশ প্রিমিয়ার লিগে হেলস খেলে গেছেন রংপুর রাইডার্সের হয়ে। খেলেছেন পাকিস্তান সুপার লিগেও। তবে এবার আইপিএলে খেলছেন না তিনি। জোকোভিচের বিদায় ক্রীড়া ডেস্ক মন্টে কার্লো মাস্টার্সে আবার ব্যর্থ বিশ্বসেরা টেনিস তারকা ও টুনামেন্টর শীর্ষ বাছাই সার্বিয়ান নোভাক জোকোভিচ। শুক্রবার মোনাকেতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে রাশিয়ান প্রতিদ্বন্দ্বী দানিল মেদভেদেভের কাছে হেরেছেন ৬-৩, ৪-৬, ৬-২ গেমে। তবে টুর্নামেন্টের আরেক ফেভারিট রাফায়েল নাদাল ঠিকই সেমিফাইনাল নিশ্চিত করেছেন। ২০১৩ ও ২০১৫ সালে মন্টে কার্লো থেকে শিরোপা জিতেছেন জোকোভিচ। এবার আরেকটি শিরোপার খোঁজে নেমেছিলেন মোনাকোর ক্লে কোর্টে। তবে ছেলেদের টেনিসর্ যাংকিয়ের ১৪ নম্বর মেদভেদেভের কাছে ২ ঘণ্টা ২০ মিনিটের লড়াইয়ে হার মানেন ৩১ বছর বয়সী এই সার্বিয়ান। ২০১৯ সালে শুরু করেছেন জোকোভিচ সাফল্য দিয়ে। জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে নেন। এটি ছিল তার সপ্তম শিরোপা। যদিও গত মাসে ইন্ডিয়ান ওয়েসলের তৃতীয় রাউন্ড ও মিয়ামি ওপেনের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেনে মেদভেদেভকে শেষ ষোলোতে হারিয়েছিলেন জোকোভিচ। তবে এবারের লড়াইয়ে ২৩ বছর বয়সী রাশিয়ানের সামনে পাঁচবার নিজের সার্ভে হার মানেন টেনিসের বর্তমান নম্বর ওয়ান। জোকোভিচ হারলেও সেমিফাইনাল নিশ্চিত করেছেন প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন নাদাল।