ইতালিয়ান কাপের শিরোপা জয়ের পর পুরস্কার বিতরণী মঞ্চে ট্রফি নিয়ে জুভেন্টাসের খেলোয়াড়দের উচ্ছ্বাস -ওয়েবসাইট
ছয় দশকে প্রথমবার ট্রফি জেতার সুযোগ এসেছিল আটালান্টার সামনে। কিন্তু জুভেন্টাসের সঙ্গে পেরে উঠল না দলটি। বুধবার রাতে আটালান্টাকে ১-০ গোলে হারিয়ে ইতালিয়ান কাপের শিরোপা জিতেছে মাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। এ নিয়ে রেকর্ড ১৫তম বারের মতো কোপা ইতালিয়ায় চ্যাম্পিয়ন হলো জুভেন্টাস। তারা রেকর্ড ২২ বার এই টুর্নামেন্টে ফাইনালও খেলেছে। ২০২০-২১ মৌসুমের পর আর কোনো ট্রফি জেতেনি জুভরা। অর্থাৎ তিন বছর পর অবশেষে শিরোপার দেখা পেলো দলটি।
দেশের ঘরোয়া ফুটবলের সবচেয়ে সফল দল জুভেন্টাস। ইতালিয়ান শীর্ষ লিগ ও কাপ টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়ন তারা। সেই দলটিই আগের প্রায় তিন বছরে পায়নি কোনো শিরোপার স্বাদ। অবশেষে ইতালিয়ান কাপ জিতে খরা ঘুচিয়েছে দলটি। দলকে পুনরায় সাফল্যের পথে ফেরাতে পেরে খুব খুশি কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি।
সিরিয়াতে সবশেষ ২০১৯-২০ মৌসুমে শিরোপা জয়ী জুভেন্টাসের এবারও লিগে সময়টা ভালো কাটছে না। গত ফেব্রম্নয়ারি থেকে তো অবস্থা বেজায় খারাপ; সেই থেকে দলটি জিততে পেরেছে কেবল দুটি ম্যাচে। সবশেষ পাঁচ রাউন্ডে জিততে পারেনি একটিও, সব ক'টি ড্র। ৩৬ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। লিগে এই ব্যর্থ পথচলার মাঝেই বুধবার রাতে তারা মাঠে নামে ইতালিয়ান কাপের ফাইনালে। প্রতিপক্ষ আটালান্টা, ২০২০-২১ আসরের ফাইনালে সবশেষ শিরোপা জয়ের ম্যাচেও এই দলকে ২-১ গোলে হারিয়েছিল ইউভেন্তুস। আর এবার দুসান ভস্নাহোভিচের গোলে ১-০ ব্যবধানে জিতে ট্রফি ঘরে তোলে তারা।
আগে থেকেই ইতালিয়ান কাপে সবচেয়ে বেশি ফাইনাল খেলা ও চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড জুভেন্টাসের। সংখ্যাটা এবার বাড়ল আরও; ২২ বার ফাইনাল খেলে তারা শিরোপা জিতেছে মোট ১৫টি। দলের সাফল্যে নতুন এক রেকর্ড গড়লেন আলেস্নগ্রি; প্রথম কোচ হিসেবে জিতলেন পাঁচটি ইতালিয়ান কাপ শিরোপা। চারবার করে জয়ের কীর্তি আছে সভেন-গোরান এরিকসেন ও রবার্তো মানচিনির। তবে এসব রেকর্ড নিয়ে ভাবছেন না কোচ আলেস্নগ্রি।
জুভেন্টাসকে আবার শিরোপা জয়ের আনন্দে ভাসাতে পেরেই উচ্ছ্বসিত তিনি, 'ছেলেদের জন্য আজ খুব খুশি, তারা ক্লাবে, সমর্থক ও আমার জন্য আনন্দ বয়ে এনেছে। জেতা কখনোই সহজ নয়, তবে এটা আমাদের ডিএনএ-তে আছে। আগামী বছর আমি জুভেন্টাসের কোচ না থাকলেও, আমি শক্তিশালী একটা দল রেখে যাবো। ক্লাব এর মূল্যায়ন করবে।'