পেসারদের চোট নিয়ে চিন্তিত ওয়ালশ

ঢিমেতালে শুরু টাইগারদের প্রস্তুতি

চোট আমাদের ভাবনায় ফেলছে। ফিজ বোলিং করতে পারছে না। রুবেল মাত্রই চোট কাটিয়ে উঠল। সাইফউদ্দিনের টেনিস এলবো সমস্যা। ওদের চোটে থাকাই আমাদের মূল চিন্তার কারণ

প্রকাশ | ২৩ এপ্রিল ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ মিশনের জন্য সোমবার মাঠের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। আয়ারল্যান্ড সফরের জন্য ১৭ ও বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়ে গেলেও শেরেবাংলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক প্রস্তুতির প্রথমদিনে ছিলেন মাত্র পাঁচ ক্রিকেটার। জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড়ই প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত থাকায় অনুশীলনে ছিল ঢিমেতাল। খেলোয়াড়দের চেয়ে কোচিংস্টাফের সংখ্যাই ছিল বেশি। হেড কোচ স্টিভ রোডস, ব্যাটিং পরামর্শক নিল ম্যাকেঞ্জি, পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ, ট্রেনার-ফিজিও সবাই ছিলেন। ইংল্যান্ডের কন্ডিশন মাথায় রেখে ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়েছে পাঁচ পেসার। যা দেখে খুশিই হওয়ার কথা কোর্টনি ওয়ালশের। কিন্তু সেটি আর হতে পারছেন কই? বাংলাদেশে এসে এ ক্যারিবিয়ান জানতে পারলেন, মাশরাফি ছাড়া সবারই আছে ছোটখাটো চোট। যা নিয়ে চিন্তিত টাইগারদের পেস বোলিং কোচ। সাইড স্ট্রেইনে চোট থাকায় বোলিং করতে পারছেন না রুবেল হোসেন। গোড়ালিতে চোট পেয়ে মুস্তাফিজুর রহমানও বল হাতে নিচ্ছেন না। সোমবার মিরপুরে অনুশীলন ক্যাম্পের প্রথমদিনে তারা করেছেন কেবল ব্যাটিং অনুশীলন। লম্বা সময় ধরে কনুইয়ের উপরে খানিকটা জায়গাজুড়ে ব্যথা নিয়েই প্রিমিয়ার লিগ খেলে যাচ্ছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ডাক্তারি ভাষায় যে চোটকে টেনিস এলবো বলে। অন্যদিকে বিশ্বকাপ দল ঘোষণার একদিন পরই ডান পায়ের বৃদ্ধাঙ্গুলিতে চোট পান আবু জায়েদ রাহি। পাঁচের মধ্যে চার পেসারই চোটে থাকায় কিছুটা দুর্ভাবনা টাইগার ক্যাম্পে। 'চোট আমাদের ভাবনায় ফেলছে। ফিজ বোলিং করতে পারছে না। রুবেল মাত্রই চোট কাটিয়ে উঠল। সাইফউদ্দিনের টেনিস এলবো সমস্যা। ওদের চোটে থাকাই আমাদের মূল চিন্তার কারণ।' দুর্ভাবনার কথা এভাবেই বললেন ওয়ালশ। 'আমি মনে করি না আমরা একজন ক্রিকেটারের উপর নির্ভর করতে পারি। সাকিব, মাশরাফি, রুবেল ধারাবাহিক। ৫ জন পেস বোলারের মধ্যে ৩ জন ফিজ (মুস্তাফিজ), রুবেল এবং সাইফউদ্দিন এখন ইনজুরিতে।' মাত্র ১০ দিনের অনুশীলনের মধ্যে পেস বোলারদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনাটাই বড় চ্যালেঞ্জ ওয়ালশের-'তাদেরকে বোলিংয়ে ফিরিয়ে আনা দরকার। তাদেরকে তীক্ষ্ন করে আয়ারল্যান্ড থেকে বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে হবে।' কন্ডিশনের কথা মাথায় রেখে পেস বোলারদের তৈরি করবেন বলে জানিয়েছেন -'আমাদেরকে কন্ডিশন বুঝতে হবে। কিছু কিছু জায়গায় অনেক সুইং থাকবে। সেখানে যাওয়ার অগে এই বিষয়গুলো পর্যালোচনা করতে হবে। অধিকাংশ উইকেট হবে ফ্লাট, ব্যাটিংয়ের জন্য সহজ। তাই বৈচিত্রপূর্ন বোলিং কিভাবে করা যায়, তা নিয়ে কাজ করতে হবে। এখন সবাই সবাইকে জানে। সবার শক্তি এবং দূর্বলতা সম্পর্কে অবগত। আমরাও সবাইকে জানি। সে কারনেই ম্যাচের দিন যথাযথ প্রয়োগটাই আসল কথা।' এবারের বিশ্বকাপ চলবে প্রায় ৭ সপ্তাহ। এতো লম্বা টূর্নামেন্ট বলে বাংলাদেশ দলের জন্য চ্যালেঞ্জটাও বড়। সে কারনেই বুদ্ধি খাটিয়ে বোলিং করতে হবে বলে মনে করছেন ওয়ালশ- 'বিশ্বকাপ অনেক লম্বা টুর্নামেন্ট। সে কারনে বড় চ্যালেঞ্জে পড়তে হবে। সেখানে আমরা বেশ কিছু ভাল উইকেট পাব। যা হবে ব্যাটিং সহায়ক। তাই বুদ্ধি খাটিয়ে বল করতে হবে।' তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউলস্নাহ রিয়াদ শুরু থেকেই খেলছেন না প্রিমিয়ার লিগে। চোটের কারণে আবাহনীর হয়ে খেলতে পারছেন না রুবেল হোসেন। এক ম্যাচ খেলেই শেষ হয়ে গেছে মুস্তাফিজুর রহমানের লিগ। তার দল শাইনপুকুর উঠতে পারেনি সুপার লিগেও। খেলার মধ্যে নেই এমন পাঁচ ক্রিকেটারকে নিয়ে শুরু হয়েছে বাংলাদেশ দলের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প। লিগ শেষে কয়েকদিন বিশ্রাম কাটিয়ে যোগ দেবেন বাকিরা। জাতীয় দলের আট ক্রিকেটার খেলছেন আবাহনীর হয়ে। শিরোপার দাবিদারও তারা। পয়েন্ট টেবিলের শীর্ষে মাশরাফিদের দল। আবাহনীর সমান ২৪ পয়েন্ট রূপগঞ্জেরও। তবে রানরেটে এগিয়ে থাকায় সমীকরণ এমন, মঙ্গলবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারাতে পারলেই টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হবে আকাশী-নীলরা। কেননা রানরেটে রূপগঞ্জের চেয়ে অনেক এগিয়ে তারকায় ঠাসা দলটি। মঙ্গলবার লিগ শেষ হলেও খেলার মধ্যে থাকায় চার দিনের বিশ্রাম পাবেন আবাহনীর মাশরাফি, মোসাদ্দেক, মিঠুন, মিরাজ, সাইফউদ্দিন, সৌম্য, সাব্বিররা। তাদের ক্যাম্পে যোগ দেয়ার কথা ২৮ এপ্রিল। এ তালিকায় আরও আছেন প্রাইম দোলেশ্বরের আবু জায়েদ রাহি, আয়ারল্যান্ড সফরের দলে থাকা ব্রাদার্সের ইয়াসির আলি রাব্বি ও প্রাইম ব্যাংকের নাঈম হাসান। তবে দেশের মাটিতে অনুশীলন ক্যাম্পে সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। দেশের মাটিতে অনুশীলন ক্যাম্পে সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। তবে আয়ারল্যান্ড সিরিজের শুরু থেকেই পাওয়া যাবে আইপিএল খেলতে ভারতে থাকা এ অলরাউন্ডারকে। বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, 'সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এখনও কয়েকটি ম্যাচ খেলার সম্ভাবনা আছে সাকিবের। আর এ কারণে সেখানে থাকছেন তিনি।'