বাংলাদেশ ভয়ংকর দল: রমিজ রাজা

প্রকাশ | ২৩ এপ্রিল ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
রমিজ রাজা
একসময়ে বাংলাদেশ ক্রিকেট দলের কট্টর সমালোচক ছিলেন রমিজ রাজা। পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সেই রমিজই বাংলাদেশের এবারের বিশ্বকাপের দলকে নিয়ে ভূয়সী প্রশংসায় মেতেছেন! তার মতে এবারের বাংলাদেশ দলটি খুবই ভয়ংকর। তাদের দিনে যে কোনো দলকে হারাতে সক্ষম বাংলাদেশ। এছাড়াও দ্বাদশ ব্যক্তি হিসেবে বাংলাদেশি দর্শকদের কথা বললেন তিনি। দর্শকই খেলার প্রাণ আর আপনি যদি এদের সমর্থন পান তবে সেটা আপনাকে অবশ্যই ভালো খেলতে অনুপ্রেরণা জোগাবে। এছাড়াও রমিজ মাশরাফি, মুশফিক, তামিম আর সাকিবকে প্রশংসার সাগরে ভাসিয়েছেন। অভিজ্ঞতাসম্পন্ন এক শক্ত দলই ইংল্যান্ড ও ওয়েলসে মর্যাদার আসরে লড়াই করার জন্য পাঠাচ্ছে বাংলাদেশ। গত ১৬ এপ্রিল আসন্ন বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার সংবাদমাধ্যমকে রমিজ রাজা জানিয়েছেন, 'বাংলাদেশের পজেটিভ দিক হলো বাংলাদেশের কোর গ্রম্নপ। যে গ্রম্নপ খুব ভালোভাবে একসাথে খেলছে দীর্ঘদিন ধরে। এই কোর গ্রম্নপে আছেন মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল। প্রত্যকেই খুব ভালো খেলছে এবং পারফর্ম করছে। রমিজ রাজা বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মূল্যায়ন করে বলেন, 'মাশরাফি বিন মর্তুজা একজন অনবদ্য অধিনায়ক। ঠান্ডা মেজাজে ক্যাপ্টেন্সি করে থাকেন তিনি এবং কঠিন অবস্থায় ও কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকেন।' একটু মজার ছলে রমিজ বলেন, 'এখন তো মাশরাফি সংসদ সদস্য হয়েছেন। যদি কেউ তার কথা না শোনে তাহলে কানুনি চাবুকও চালাতে পারবেন।' বাংলাদেশ দলের উইকেটরক্ষক মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম সম্পর্কে রমিজ বলেন, 'বাংলাদেশ দলে ট্যালেন্ট আছে অনেক। মুশফিকুর রহিম মিডল অর্ডারে দারুণ একজন ব্যাটসম্যান। যখন পরিস্থিতি বাংলাদেশের জন্য খারাপ থাকে তখন দাঁড়িয়ে যান মুশফিক। ভালো জুটি গড়তে সক্ষম এবং ঘাবড়ে যায় না। কিপার হিসেবেও বেশ ভালো মুশফিক। কিপিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে ক্যাপ্টেনকে ফিল্ড সেট আপ করাতেও সাহায্য করে থাকেন তিনি।' সাকিব আল হাসান সম্পর্কে রমিজ বলেন, 'সাকিব আল হাসান বিশ্বমানের অলরাউন্ডার। আন্তর্জাতিক অঙ্গনে তার অনেক খেলার অভিজ্ঞতা রয়েছে। তিনি কঠিন পরিস্থিতি ও বড় মঞ্চে দুর্দান্ত খেলে থাকেন। ইংল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে তামিম ইকবালের পরিসংখ্যান দেখেই তামিমকে আলাদা করেছেন রমিজ। সবশেষে তিনি বলেন, 'এরপর বাংলাদেশের আছে তামিম ইকবাল। বিশ্বমানের ওপেনার। ইংল্যান্ডে তামিমের রেকর্ড খুবই ভালো। কাউন্টি ক্রিকেট খেলার অভিজ্ঞতাও আছে। ইংল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট সেঞ্চুরিও আছে ইংল্যান্ডের মাটিতে। উইজডেন ক্রিকেটার অফ দ্যা ইয়ারও মনোনীত হয়েছিলেন তামিম। সম্প্রতি বিপিএলের যে ফাইনাল হয়েছিল সেখানে দারুণ এক ইনিংস খেলেছিলেন। ১১টা ছক্কা হাঁকিয়েছিলেন। যদি আপনার দলে এরকম বিশ্বমানের ওপেনার থাকে তাহলে চাপটা অনেক কমে যায়।'