ডি লিটের সঙ্গে চুক্তি পাকা করছে বার্সা

প্রকাশ | ২৩ এপ্রিল ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
মাথিস ডি লিট
মাথিস ডি লিট, মাত্র ১৯ বছরেই আয়াক্সের অধিনায়ক। গত বছর ইউরোপের 'গোল্ডেন বয়' হয়েছিলেন। পুরস্কারের ১৫ বছরের ইতিহাসে প্রথম কোনো সেন্ট্রাল ডিফেন্ডার জিতেছিলেন। জুভেন্টাসের বিপক্ষে তাদেরই মাঠে আয়াক্সের জয়ের গোলটিও তার। দুদিন আগের খবর, তার এজেন্ট মিনো রাইওলার সঙ্গে আলোচনায় বসে পড়েছে বার্সেলোনা। মেসিদের দলে সই করে ফেলা ফ্রেঙ্কিও নাকি ডি লিটকে পরামর্শ দিয়েছেন বার্সাতে যেতে। ডি লিটকে আনতে বার্সা কর্তৃপক্ষকে মেসি পরামর্শ দিয়েছেন বলেও অতীতে খবর হয়েছে। বার্সেলোনার ক্লাব সূত্রের বরাতে ইএসপিএন এফসি বলছে, ডি লিটের সঙ্গে চুক্তি খুব কাছাকাছি চলে গেছে কাতালানরা। তারা জানাচ্ছে, ডি লিটকে পাওয়ার ক্ষেত্রে বার্সার অবস্থা 'নিয়ন্ত্রণের' মধ্যেই আছে। গত মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার অ্যান্থনিও গ্রিজম্যানের চুক্তির মতো শেষ মিনিটে গিয়ে হতাশ হওয়ার কোনো সম্ভাবনা নেই। জুভেন্টাস এবং বায়ার্ন মিউনিখ চাচ্ছে ডি লিটকে দলে নিতে। কিন্তু ইএসপিএন এফসি জানাচ্ছে, নেদারল্যান্ডস তরুণ তারকা শুধু 'বার্সেলোনার ডাকই শুনতে চান'। ওই একই সূত্র বলছে, বার্সাকে সতর্ক করে আয়াক্স জানিয়েছে, কাজ দ্রম্নত না সারলে অন্য ক্লাবগুলো ডি লিটের ব্যাপারে সিরিয়াস পদক্ষেপ নেবে। এজেন্ট মিনো রাইওলা নিয়মিত যোগাযোগ রাখছেন বার্সার সঙ্গে। ফ্রেঙ্কি ডি জংয়ের সময়ও একই রকমভাবে কাজ করেছেন রাইওলা। ৭৫ মিলিয়ন ইউরোতে চুক্তি হওয়া ফ্রেঙ্কি আগামী জুনেই স্পেনে পাড়ি জমাবেন। মৌসুমের এখনো কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি থাকায় আবার এ নিয়ে আপাতত কথাও বলতে চায় না আয়াক্স। তাই ডি লিটকে অনেক করে চাইলেও আয়াক্সের সিদ্ধান্তের প্রতি সম্মান জানাতে চায় বার্সা।