ভারতকে সরফরাজের সতর্ক বার্তা

প্রকাশ | ২৪ এপ্রিল ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া ডেস্ক বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত ভারতকে একবারও হারাতে পারেনি পাকিস্তান। তবে এবার ইংল্যান্ডের মাটিতে প্রতিবেশী দেশকে হারিয়ে সে অপবাদ থেকে মুক্তি পেতে চায় মিকি আর্থারের শিষ্যরা। এজন্য বেশ আগেই বিরাট কোহলির দল ভারতকে একরকম সতর্ক-বার্তা দিয়ে রাখলেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। আগামী ৩০ মে ইংল্যান্ডে পর্দা উঠবে বিশ্বকাপের দ্বাদশ আসরের। আর ১৬ জুন ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ক্রিকেটপ্রেমীরা দেখবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান লড়াই। ইতিমধ্যে ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। সেই মহারণের আগেই টিম ইন্ডিয়াকে সতর্ক করে দিলেন সরফরাজ, 'অধিনায়ক হিসেবে সব ম্যাচই আমার কাছে সমান। শুধু ভারত কেন, সব দলের বিপক্ষে ম্যাচ জেতাই আমাদের লক্ষ্য। তবে ভারতের বিপক্ষে জিততে চায় আমাদের সবাই। এককথায়, আমরা সব ম্যাচই তাদের বিপক্ষে খেলছি এই ভেবে মাঠে নামব।' বিশ্বকাপে এখন পর্যন্ত ভারতের সঙ্গে পাকিস্তানের দেখা হয়েছে ৬ বার। কিন্তু একবারও জয়ের মুখ দেখনি দলটি। তবে এবার এ চিত্র পাল্টাতে সরফরাজকে সহস দিচ্ছে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল ম্যাচ। ওইদিন ইংল্যান্ডের মাঠেই ভারতে হারিয়ে প্রথমবার এই ট্রফি জিতেছিল পাকিস্তান ক্রিকেট দল। আসছে বিশ্বকাপে ঠিক তেমন কিছুই করে দেখাতে প্রস্তুত সরফরাজের দল, 'এটা ঠিক, ওয়ানডে বিশ্বকাপে প্রতিবেশী দলটির কাছে প্রত্যেকবারই হেরেছি আমরা। তবে মাথায় রাখতে হবে, ২০১৭ সালে এই ইংল্যান্ডেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তাদের ১৮০ রানের বড় ব্যবধানে হারিয়েছি। সেই দৃষ্টিকোণ থেকে দেখলে এবার সুবিধাজনক অবস্থায় থাকবে আমাদের দল।' বিশ্বকাপের আগেই ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ, ইংল্যান্ডের মাটিতেই। তাই ইংলিশ-আবহটা আগেভাগেই পেয়ে যাচ্ছে পাকিস্তান। ৩০ মে থেকে শুরু বিশ্বকাপ, কিন্তু দল ইংল্যান্ডে চলে যাচ্ছে প্রায় মাসখানেক আগে। সে কারণেই হয়তো 'ভালো করব' এই বিশ্বাসটা প্রবল পাকিস্তান দলের অধিনায়কের মধ্যে,'আমরা বিশ্বকাপে খেলব, প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েই। আমরা বিশ্বকাপে তাই ভালো করার ব্যাপারে আশাবাদী। ইনশা আলস্নাহ, পাকিস্তান বিশ্বকাপে দুর্দান্ত ক্রিকেট খেলবে।'