সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৪ এপ্রিল ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
নতুনত্ব যুক্ত হচ্ছে জব্বারের বলীখেলায় ক্রীড়া প্রতিবেদক প্রতিবারের মতো এবারও ১২'ই বৈশাখ চট্টগ্রামে ঐতিহ্যবাহী লোকজ ক্রীড়া জব্বারের বলীখেলা হতে যাচ্ছে। বন্দরনগরীর লালদীঘি ময়দানে ২৫ এপ্রিল শুরু হবে এ খেলার ১১০তম আসর। তার একদিন আগেই শুরু হবে ৩ দিনের বৈশাখী মেলা। মঙ্গলবার চ্যানেল আই প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, এবারও বলীখেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। সঙ্গে নতুনত্বও যুক্ত হচ্ছে, করা হবে অনলাইন স্ট্রিমিং। ব্রিটিশবিরোধী আন্দোলনে চট্টগ্রাম অঞ্চলের যুবকদের সংগঠিত করতে এবং শারীরিকভাবে সক্ষম করে গড়ে তুলতে আব্দুল জব্বার সওদাগর ১৯০৯ সাল থেকে এ খেলার প্রচলন করেন। বর্তমানে এটি দেশের বড় লোকজ ক্রীড়া উৎসব। সংবাদ সম্মেলনে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, 'চ্যানেল আই সবসময়ই দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাসের সঙ্গে থাকে। জব্বারের বলীখেলা বাংলাদেশের ঐতিহ্যের অংশ। সেই ধারাবাহিকতায় এবারও এর সঙ্গে থাকবে চ্যানেল আই।' শূন্যের নতুন রাজা টার্নার! ক্রীড়া ডেস্ক একটা বিশ্বরেকর্ড কে না চায়! তবে অ্যাশটন টার্নার যে রেকর্ডটা গড়লেন, তা নিশ্চিতভাবেই তিনি চাননি। টি২০ ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা পাঁচ ইনিংসে শূন্য রানে আউট হওয়ার বিব্রতকর রেকর্ডে নাম লিখিয়েছেন এই অস্ট্রেলিয়ান। আইপিএলে সোমবার রাজস্থান রয়্যালসের হয়ে দিলিস্ন ক্যাপিটালসের বিপক্ষে পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে মুখোমুখি প্রথম বলেই আউট হন টার্নার। এই নিয়ে আইপিএলে টানা তিন ইনিংসে গোল্ডেন ডাক মারলেন এই অজি ব্যাটসম্যান। সার্বিকভাবে টানা ৫টি ডাকে টার্নার সবার শীর্ষে থাকলেও আইপিএলে তার অবস্থান ষষ্ঠ। টানা তিন ডাকের ঘটনা আরও আছে এই টুর্নামেন্টে। টার্নারের শূন্যের প্রতি ভালোবাসার শুরুটা হয়েছিল গত ৯ ফেব্রম্নয়ারি। অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে সে ম্যাচে মুখোমুখি প্রথম বলেই বেন লাফলিনের শিকার হন টার্নার। এরপর ভারতের বিপক্ষে ২৪ ফেব্রম্নয়ারি ক্রুনাল পান্ডিয়ার বলে বোল্ড হওয়ার আগে ৫টি বল খেলতে পারেন তিনি। এদিকে গত ১৬ এপ্রিল কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে, ২০ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে এবং ২২ এপ্রিল দিলিস্ন ক্যাপিট্যালসের বিপক্ষে প্রথম বলেই সাজঘরে ফেরেন টার্নার। পূরণ করেন টানা পাঁচ টি২০ ম্যাচে আউট হওয়ার বিশ্বরেকর্ড। টার্নারের টানা তিন ম্যাচের পারফর্ম প্রভাব ফেলেছে রাজস্থানের পয়েন্ট টেবিলেও। এখন পর্যন্ত দলটি রয়েছে সপ্তম স্থানে। অনেক হিসাবের ম্যানচেস্টার ডার্বি ক্রীড়া ডেস্ক কঠিন সময় যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার পর ইংলিশ প্রিমিয়ার লিগেও করুণদশা রেড ডেভিলসদের। শেষ চারে টিকে থাকার মিশনের শেষ বেলায় হারের ভূত চেপে বসেছে তাদের কাঁধে। শিষ্যদের বাজে পারফরম্যান্সে চাপের মুখে নতুন প্রধান কোচ ওলে গুনার সুলশারও। চাপে থাকা ম্যানইউকে আজ অগ্নিপরীক্ষা দিতে হবে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির বিপক্ষে, সেটাও ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে। আর মৌসুমের শেষ এই ম্যানচেস্টার ডার্বিই হতে পারে প্রিমিয়ার লিগের শিরোপার নিষ্পত্তি! ম্যানসিটি-ম্যানইউ ম্যাচের দিকে দৃষ্টি থাকবে ইয়ুর্গেন ক্লপের লিভারপুলেরও। আসরের পয়েন্ট টেবিল আর পরবর্তী ম্যাচগুলোই দিচ্ছে এমন আভাস। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের দৌড়ে সমান তালে ছুটছে লিভারপুল আর ম্যানসিটি। ৩৫ ম্যাচে ৮৮ পয়েন্টে টেবিলের শীর্ষে অল রেডরা, এক ম্যাচ কম খেলা পেপ গার্দিওলার শিষ্যরা ২ পয়েন্ট কমে রয়েছে দ্বিতীয় স্থানে। তবে আজ রাতে ওল্ড ট্রাফোর্ডে ডার্বি জিতলেই এক পয়েন্ট বেশিতে শীর্ষে চলে যাবে ম্যানসিটি। এরপর সমান তিনটি করে ম্যাচ অবশিষ্ট থাকবে শিরোপা প্রত্যাশী দুই দলের, যে ম্যাচগুলোতে তাদের প্রতিপক্ষ বেশ দুর্বল। ওল্ড ট্রাফোর্ডের পর মৌসুমের বাকি তিনটি ম্যাচ খেলতে ম্যানসিটি পাড়ি জমাবে যথাক্রমে বার্নলি, লেস্টার সিটি এবং ব্রাইনটন এন্ড হোভ আলবিওনের মাঠে। লিভারপুল ৩৬তম ম্যাচ খেলবে ঘরের মাঠ আনফিল্ডে, হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে। পরের দুই ম্যাচ খেলতে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা নামবে যথাক্রমে নিউক্যাসল এবং উলভারহ্যাম্পটনের মাঠে। মৌসুমের শুরু থেকে ম্যানসিটি আর লিভারপুল যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে বলা বাহুল্য, পুচকে দলগুলো পাত্তাই পাবে না তাদের বিপক্ষে। তাহলে তো হিসাব পরিষ্কার। ম্যানচেস্টার ডার্বি জিতলে শিরোপা নিশ্চিত ইংল্যান্ডের সিটিজেনদের আর পয়েন্ট খোয়ালে প্রিমিয়ার লিগের ট্রফি উঠবে লিভারপুলের শোকেচে। শিরোপা জয়ের এমন কঠিন লড়াইয়ের সম্মুখে থাকা গার্দিওলা কিন্তু আত্মপ্রত্যয়ী।