পিছিয়েছে বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল

প্রকাশ | ২৫ এপ্রিল ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
একদিন পিছিয়েছে বঙ্গমাতা অনূর্ধ্ব ১৯ গোল্ডকাপ আন্তর্জাতিক নারী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ৩ মে হওয়ার কথা ছিল টুর্নামেন্টের ফাইনাল। কিন্তু এখন সময় বদলে ৪ মে করা হয়েছে ফাইনালের সূচি। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। বুধবার বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান 'বুধবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে আগামী ৪ মে ফাইনালে উপস্থিত থাকতে পারবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত থাকবেন ফাইনালে।' নতুন সূচি অনুযায়ী ৪ মে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনাল। তবে ম্যাচ একদিন পেছালেও তেমন কোনো সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক। এ প্রসঙ্গে তিনি বলেছেন, 'কোনো কারণে ম্যাচ যদি পেছাতে হয় তার জন্য আমরা আগে থেকেই প্রস্তুত ছিলাম। এবং সে জন্য একদিন রিজার্ভ ডে রেখেছিলাম। তাই ফাইনাল পেছানোতে কোনো সমস্যা হচ্ছে না।' এএফসি কাপে নেই সানডে ক্রীড়া প্রতিবেদক এএফসি কাপের দ্বিতীয় পর্বের লক্ষ্য নিয়ে এবার গ্রম্নপপর্বে খেলছে ঢাকা আবাহনী। দুই ম্যাচে চার পয়েন্ট পেয়ে গোল গড়ে দ্বিতীয় স্থানে তারা। আগামী ৩০ এপ্রিল অ্যাওয়ে ম্যাচে চেন্নাইনের বিপক্ষে খেলবে আকাশি হলুদরা। কিন্তু তার আগেই তাদের জন্য দুঃখজনক হলেও সত্য যে দলের অন্যতম নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবাকে ছাড়াই আবাহনীকে যেতে হচ্ছে এএফসি কাপে খেলতে। অথচ গত বছর ভারতে গিয়ে খেলে এসেছেন এই ফরোয়ার্ড। দলের অন্যতম ভরসা সানডেকে এই গুরুত্বপূর্ণ ম্যাচে না পেয়ে ক্ষুব্ধ কণ্ঠে আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বলেছেন, 'গত বছর তারা সানডেকে ভিসা দিল। তারা এখন বলছে তাকে নাইজেরিয়া গিয়ে ভিসার জন্য আবেদন করতে হবে।'