নারী দলকে নিয়ে আশাবাদী অভিনেত্রী জয়া

প্রকাশ | ২৫ এপ্রিল ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বঙ্গমাতা গোল্ডকাপ নারী ফুটবল টুর্নামেন্টের শুভেচ্ছা দূত অভিনেত্রী জয়া আহসান। ফুটবল আসরটির প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি -ওয়েবসাইট
বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপ টুর্নামেন্টের ব্যান্ড অ্যাম্বাসেডর জয়া আহসান মাঠে বসে খেলা উপভোগ করছেন। বাংলাদেশ নারী দলকে নিয়ে ব্যাপক আশাবাদীও জনপ্রিয় এই অভিনেত্রী। জয়া আহসান গণমাধ্যমকে বলেন, টুর্নামেন্টে বাংলাদেশ নারী ফুটবল দল নিয়ে বেশ আশাবাদী। দলটি যেভাবে খেলছে, এগিয়ে যাবার চেষ্টা করছে, নিশ্চয়ই তারা আমাদের মুখ উজ্জ্বল করবে। জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, 'খেলাতে হারজিত দুটিই থাকে। আমাদের মেয়েদের রেকর্ডগুলো বেশ ইতিবাচক। আমি আশা করছি আমরা হতাশ হয়ে ফিরব না।' টুর্নামেন্টের বাকি সবগুলো দলই লাল-সবুজের প্রতিনিধিদের ফেভারিট হিসেবে উলেস্নখ করেছে। জয়া নিজেও এগিয়ে রাখছেন তাদেরই। বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানিয়ে জয়া বলেন, 'মেয়েরা যাতে মাঠে নেমে হতাশ না হয়ে পড়ে। নিজেদের সেরাটা দিয়েই ফেরে।' বয়সভিত্তিক ফুটবলে বেশ কয়েক বছর ধরেই দাপট বাংলাদেশের নারী ফুটবলারদের। গোল উৎসব করে জেতাটা অভ্যাস হয়ে গেছে! এ কারণেই বঙ্গমাতা আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপের প্রথম ম্যাচে ২-০ গোলের জয়েও খুশি নয় লাল-সবুজের প্রতিনিধিরা। সংযুক্ত আরব আমিরাতের পর এবার মেয়েদের প্রতিপক্ষ কিরগিজস্তান। আগামী শুক্রবার 'বি' গ্রম্নপের শেষ ম্যাচে কিরগিজদের সঙ্গে লড়বে বাংলাদেশের মেয়েরা। এই ম্যাচের আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টার্ফে অনুশীলন করেছে দল। অনুশীলন পর্ব শেষে দলের ফুটবলাররা জানালেন আরও বড় ব্যবধানে জেতাই লক্ষ্য তাদের। আগের ম্যাচে গোল মিসের মহড়া দিলেও এবার ভুলের ফাঁদে পা দিতে রাজি নন তারা।