মাইলস্টোন কলেজের সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি -সৌজন্য
রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজে অনুষ্ঠিত হয়েছে সপ্তাহব্যাপী সাঁতার প্রতিযোগিতা। আনন্দমুখর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মাইলস্টোন কলেজের ৬ষ্ঠ থেকে একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা। উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত কলেজের স্থায়ী ক্যাম্পাসের সুইমিংপুলে গত ২৮ মে শুরু হয় প্রতিযোগিতা। জীবন রক্ষায় স্বস্তির ব্যায়াম খ্যাত সাঁতার নিয়ে চমৎকার এই প্রতিযোগিতার সমাপনী দিন আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী সাঁতারুদের পুরস্কার প্রদান করেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের জ্যেষ্ঠ পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম। উলেস্নখ্য যে, দেশসেরা কলেজগুলোর অন্যতম একটি মাইলস্টোন কলেজ। গুণগতমানের ক্লাসরুম শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও শিক্ষাপ্রতিষ্ঠানটি এগিয়ে রয়েছে সেরাদের মতোই। মেধা ও মননের বিকাশে এখানে ছাত্রছাত্রীরা সারাবছর বিভিন্ন রকমের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পান। মাইলস্টোন কলেজের নিজস্ব সুইমিংপুলে অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতা তেমনি এক অনন্য আয়োজনেরই অংশ। প্রেস বিজ্ঞপ্তি