পরের মৌসুমের জন্য প্রস্তুত জিদান

প্রকাশ | ২৬ এপ্রিল ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
চলতি মৌসুমে শিরোপাশূন্য থাকতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। ব্যাপারটি এরই মধ্যে নিশ্চিত হয়েছে বার্নাবু্যর ক্লাবটি। এই বিষয়টি নিয়ে অবশ্য খুব একটা ভাবছেন না দলটির কোচ জিনেদিন জিদান। তার চিন্তায় এখন পরের মৌসুম। ওই সময় চ্যাম্পিয়ন্স লিগের চেয়ে লা লিগাকে প্রাধান্য দিতে চান বলে আগাম জানিয়েছেন তিনি। গতবার হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল রিয়াল। এবার বিদায় নিয়েছে শেষ ষোলো থেকে। আয়াক্সের কাছে হারেই নিশ্চিত হয়ে যায় সান্সিয়াগো সোলারির বিদায়। এরপর মাদ্রিদ ক্লাব ফেরায় জিদানকে। কিন্তু বার্সা-অ্যাটলেটিকো মাদ্রিদের দাপটে লা লিগা শিরোপার দৌড় থেকে ছিটকে পড়েছে রিয়াল। রিয়াল মাদ্রিদ ক্লাবকে ২০১৭ সালে লিগ জেতানো জিদান পরের মৌসুমে এই শিরোপাকে গুরুত্ব দিচ্ছেন। \হস্পেনে এখন বার্সার জয়জয়কার চললেও নিজেদের প্রাপ্তির কথাও মনে করালেন তিনি, 'আমরা জিতেছি ৩৩ লিগ শিরোপা। বার্সেলোনা কয়েকটি জিতেছে? গত কয়েক বছর তারা ভালো করছে এবং স্বীকৃতির পাশাপাশি তাদের অভিনন্দন জানাতেই হবে।' বর্তমান সময়ে দুর্দান্ত খেলছে বার্সেলোনা। কিন্তু উল্টো রিয়াল শিবিরে। ব্যাপারটি নিয়ে অবশ্য চারদিকে কথা হচ্ছে। যদিও সেদিকে মোটেও কান পাতছেন না জিদান, 'রিয়ালের শিরোপা সংখ্যা নিয়ে কথা বললে আমরা সবচেয়ে বেশি লিগ শিরোপা জিতেছি। আমি নিজেকে বাঁচাতে এসব বলছি না, কারণ আপনারা বলছেন তারা (বার্সেলোনা) এখন লিগে দারুণ করছে। এটা পাল্টাতে হবে এখন।' এবার হয়নি। তবে পরের মৌসুমে লা লিগার মধ্য দিয়েই নিজেদের সেরাটা দেখাতে চান রিয়াল কোচ। এ নিয়ে তিনি বলেছেন, 'আমরা পরের মৌসুমে সম্ভাব্য সেরা উপায়ে লা লিগায় শুরু করব। পরের বছর আমাদের প্রধান লক্ষ্য থাকবে লা লিগা জেতা।'