ঝুঁকি নিতে নারাজ ধোনি

প্রকাশ | ২৬ এপ্রিল ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ আর মাস খানেক দূরে। কিন্তু মাহেন্দ্র সিং ধোনির চোট নিয়ে উদ্বেগ কমছে না। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ধোনি নিজেই জানিয়েছেন, বিশ্বকাপের আগে ইনজুরি নিয়ে সতর্ক থাকতে চান। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ইডেনের ম্যাচে ব্যথা নিয়েই খেলেছিলেন তিনি। তারপরে একটি ম্যাচে বিশ্রাম নিয়েছিলেন। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে শেষ ম্যাচ জিতেই ধোনি জানিয়েছেন, চোট খারাপের দিকে না গেলেও সমস্যা পুরো দূর হয়নি। কাজেই নিজেকে নিয়ে কেনো রকমের ঝুঁকি নিতে চান না তিনি। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক স্থানীয় গণমাধ্যমকে বৃহস্পতিবার বলেন, 'পিঠ আর কোমরটা এখনো কাজ চালিয়ে দিচ্ছে। খারাপের দিকে যাচ্ছে না। তবে সামনেই বিশ্বকাপ। আমাকে সতর্ক থাকতে হবে। কারণ বিশ্বকাপই সবার আগে।' ধোনি মনে করিয়ে দিয়েছেন, কোনো খেলোয়াড়ই একশো ভাগ ফিট হয়ে মাঠে নামতে পারেন না। তিনি আরও বলেন, 'আমার চোট যদি খারাপের দিকে যায় তাহলে অবশ্যই বিশ্রাম নেব। কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে সবাই একটু আধটু চোট নিয়ে খেলে যায়। আপনি যদি পুরো সুস্থ অবস্থায় মাঠে নামতে চান তা হলে দুটো ম্যাচের মাঝে পাঁচ বছর অপেক্ষা করতে হবে।' চলতি আইপিএলে চেন্নাইয়ের হয়ে সব চেয়ে বেশি রান করেছেন ধোনি। ১০ ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে তিনি করেছেন ৩১৪ রান। গড় ১০৪.৬৬, স্ট্রাইক রেট ১৩৭.১১। মঙ্গলবার রাতে হায়দরাবাদকে ছয় উইকেটে হারিয়ে চেন্নাইও প্রায় পেস্ন অফের রাস্তা পরিষ্কার করে ফেলেছে। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ১৬। ধোনির নেতৃত্বে এখনো চেন্নাই কোনোবার পেস্ন অফে ওঠার আগেই বিদায় নেয়নি। কীভাবে সম্ভব এই ধারাবাহিকতা ধরে রাখা? ম্যাচের পরে ধোনি বলেছেন, 'আমি যদি ফর্মুলাটা সবাইকে বলে দিই, তা হলে তো পরের নিলামে ওরা আমাকে নেবে না। এটা একটা গোপন ও রহস্যময় ব্যাপার!'