শচিন-লক্ষ্ণণকে নোটিশ

প্রকাশ | ২৬ এপ্রিল ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
শচিন টেন্ডুলকার
বুধবার ছিল শচিন টেন্ডুলকারের ৪৬তম জন্মদিন। আর সেই বিশেষ দিনেই কিনা স্বার্থ-সংঘাত নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের ন্যায়পালের নোটিশ পেলেন শচিন টেন্ডুলকার! একই অভিযোগে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান বিচারপতি ডিকে জৈন নোটিস পাঠিয়েছেন আরেক সাবেক তারকা ব্যাটসম্যান ভি ভি এস লক্ষ্ণণকেও। দু'জনেই বোর্ডের ক্রিকেট পরামর্শদাতা কমিটির সদস্য হয়েও আইপিএলের দুই ফ্র্যাঞ্চাইজি দল মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মেন্টরের দায়িত্ব পালন করছেন। এবারের আইপিএল চলাকালীন এটা স্বার্থ-সংঘাতের তৃতীয় ঘটনা। এর আগে সিএবি প্রেসিডেন্ট ক্রিকেট উপদেষ্টা কমিটির সদস্য ও দিলিস্ন ক্যাপিটালসের পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করায় এই অভিযোগ উঠেছিল সৌরভ গাঙ্গুলির বিরুদ্ধে। সৌরভ, শচিন ও লক্ষ্ণণ তিনজনেই বোর্ডের ক্রিকেট পরামর্শদাতা কমিটিরও সদস্য। বৃহস্পতিবার ভারতীয় বোর্ডের বিচারপতি জৈন তার নোটিশে টেন্ডুলকার ও লক্ষ্ণণ দু'জনকেই ২৮ এপ্রিলের আগে এই অভিযোগের ভিত্তিতে তাদের লিখিত বক্তব্য জানাতে বলেছেন। একই সঙ্গে বোর্ডকেও তাদের বক্তব্য জানাতে বলেছেন তিনি। সৌরভের পরে শচিন ও লক্ষ্ণণও স্বার্থ-সংঘাতের নিয়ম লংঘন করছেন। এ ব্যাপারে অভিযোগ করেছিলেন মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক সদস্য সঞ্জীব গুপ্তা। টেন্ডুলকার ও লক্ষ্ণণকে দেয়া নোটিশে বিচারপতি ডিকে জৈন লিখেছেন, 'বোর্ডের নিয়মাবলির ৩৯ নম্বর ধারায় স্বার্থ-সংঘাতের যে নিয়ম রয়েছে, আপনাদের বিরুদ্ধে তা লংঘনের অভিযোগ জমা পড়েছে। ২৮ এপ্রিলের আগে এ ব্যাপারে আপনাদের লিখিত বক্তব্য জানান।' যদিও টেন্ডুলকার ও লক্ষ্ণণ এ বিষয়ে এখনও তাদের কোনো প্রতিক্রিয়া জানাননি।