জার্মান কাপের ফাইনালে বায়ার্ন

প্রকাশ | ২৬ এপ্রিল ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
রোমাঞ্চকর সেমিফাইনালে রবার্ট লেভানদফস্কির জোড়া গোলে বুধবার রাতে ওয়ারডার ব্রেমেনকে ৩-২ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো জার্মান কাপের ফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ। যদিও গত সপ্তাহে বুন্দেসলিগায় ব্রেমেনকে হারাতে ঘাম ছুটে গিয়েছিল বায়ার্নের। ৭৫ মিনিটে পাওয়া একমাত্র গোলে জিতেছিল লিগের শিরোপাধারীরা। কিন্তু বুধবার রাতে জার্মান কাপে অবশ্য ৩৬ মিনিটেই বায়ার্নকে লিড এনে দেন লেভানদফস্কি। থমাস মুলারের হেড পোস্টে লেগে ফেরার পর খুব কাছ থেকে বল জালে পাঠান পোলিশ ফরোয়ার্ড। বিরতির পর ৬৩ মিনিটে বায়ার্নের ব্যবধান দ্বিগুণ করেন মুলার। লিওন গোরেশকার শট ডি-বক্সের ভেতর নিয়ন্ত্রণে নিয়ে প্রথম সুযোগেই ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন ২৯ বছর বয়সি জার্মান ফরোয়ার্ড। দুই গোলে এগিয়ে থেকে বায়ার্নের ফাইনালে যাওয়াটা তখন সহজ বলেই মনে হচ্ছিল। কিন্তু ৭৪ ও ৭৫, পরপর দুই মিনিটে দুই গোল করে দারুণভাবে সমতায় ফেরে ব্রেমেন। ওসাকা ব্যবধান কমানোর পর দ্বিতীয় গোলটা করেন মিলট রাশিকা। তবে ৮০ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলে বায়ার্নের জয় নিশ্চিত করেন লেভানদফস্কি। ডি-বক্সের ভেতর ব্রেমেনের এক খেলোয়াড় কিংসলে কোম্যানকে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। জার্মান কাপে শেষ দুই ম্যাচে চার গোল করলেন লেভানদফস্কি। কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় বিভাগের দল হেইডেনহেইমের বিপক্ষে দলের ৫-৪ গোলের জয়েও জোড়া গোল করেছিলেন ২৯ বছর বয়সি ফরোয়ার্ড। জার্মান কাপে রেকর্ড ১৯তম শিরোপা জয়ের লক্ষ্যে আগামী ২৫ মে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ফাইনালে আরবি লিপজিগের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। গত বছরের ফাইনালে 'বাভারিয়ান'রা আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের কাছে হেরে গিয়েছিল। গতবার ফ্রাঙ্কফুর্টের শিরোপা জয়ী দলের কোচ ছিলেন নিকো কোভাচ। এবার নিজের সাবেক দলকে হারানোর কৌশল সাজাতে হবে তাকে। কোভাচ যে এখন বায়ার্নের কোচ! ভিন্ন দুই দলের হয়ে টানা দুটি জার্মান কাপ জয়ের হাতছানি তার সামনে। এদিকে সান সিরোতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে এসি মিলানকে ১-০ গোলে হারিয়ে কোপা ইতালিয়ার ফাইনালে উঠেছে রাজিও। ৫৮ মিনিটে লাজিওর জয়সূচক গোলটা করেন জোয়াকিন কোরেয়া। প্রথম লেগ গোলশূন্য ড্র হয়েছিল। ফাইনালে ফিউরেন্টিনা অথবা আটালান্টার মুখোমুখি হবে লাজিও। \হ