পয়েন্ট ভাগাভাগি করল নেদারল্যান্ডস-ফ্রান্স

প্রকাশ | ২৩ জুন ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ইউরো চ্যাম্পিয়নশিপে নেদারল্যান্ডসের বিপক্ষে গোলের বেশকিছু সুযোগ মিস করে হতাশ ফ্রান্সের আতোঁয়ান গ্রিজমান -ওয়েবসাইট
প্রথম ১৫ মিনিটে তিনটি, দ্বিতীয়ার্ধে আরও একটি- গোলের পরিষ্কার চারটি সুযোগ হেলায় হারালেন আতোঁয়ান গ্রিজমান। তার সতীর্থরাও পারল না ফিনিশিংয়ের মলিনতা ঝেড়ে ফেলতে। উল্টো দ্বিতীয়ার্ধে চাপের মুখে জালে বল পাঠিয়ে উলস্নাস শুরু করে নেদারল্যান্ডস। সেটাও বিতর্কিত সিদ্ধান্তে বাতিল হয়ে যায়। তাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের হাইভোল্টেজ ম্যাচটি শেষ হয় সমতায়। লিপজিগে শুক্রবার রাতে 'ডি' গ্রম্নপে থাকা নেদারল্যান্ডস ও ফ্রান্সের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়। এবারের ইউরোয় এ-ই প্রথম কোনো ম্যাচে গোলের দেখা মিলল না। কিলিয়ান এমবাপের নাক ভেঙেছে আগের ম্যাচে। নেদারল্যান্ডসের বিপক্ষে ফ্রান্সের হেভিওয়েট লড়াইয়ে তার খেলা নিয়ে অনিশ্চয়তা কেটে যায় দল ঘোষণার পর। বেঞ্চে রাখা হয়েছিল তাকে। কিন্তু তাকে নামানোর প্রয়োজন মনে করেননি দিদিয়ের দেশম। তার বদলে অধিনায়কত্ব পাওয়া আতোঁয়ান গ্রিজমান একেবারে ফ্লপ। গোলমুখের সামনে তার একাধিক ব্যর্থতা ভোগালো ফ্রান্সকে। অন্যদিকে অগণিত সুযোগ নষ্ট করার পর নেদারল্যান্ডস গোল পেলেও অফসাইডের বাঁশি হতাশ করে তাদের।