অনূর্ধ্ব-১৮ লিগ থেকে উঠে আসবে তরুণ ফুটবলার

প্রকাশ | ২৩ জুন ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বসুন্ধরা কিংস অ্যারেনার অনুশীলন মাঠে শনিবার থেকে শুরু হয়েছে বাফুফে অনূর্ধ্ব-১৮ ফুটবল লিগ। ৯ দল নিয়ে এবারের আসর অনুষ্ঠিত হচ্ছে। নাম প্রত্যাহার করে নিয়েছে চট্টগ্রাম আবাহনী। ফলে ৯ দল নিয়েই হচ্ছে টুর্নামেন্ট। অনূর্ধ্ব-১৮ লিগ থেকে ভালো প্রতিভা উঠে আসবে বলে বিশ্বাস করেন বাফুফে সহ-সভাপতি এবং পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। এই লিগ থেকে প্রতিভাবান ফুটবলাররা উঠে আসবেন এবং জাতীয় দলকে সার্ভিস-দেবে বলে জানিয়েছেন ইমরুল হাসান। তিনি বলেন, 'জাতীয় দলের পাইপলাইন কিন্তু এই বয়সভিত্তিক দল থেকেই তৈরি হয়। আমি মনে করি যেহেতু আমরা লিগভিত্তিক এই টুর্নামেন্ট করছি। এখান থেকে বেশ কিছু প্রতিভা বের হয়ে আসবে, যারা জাতীয় দলকে সার্ভিস দিতে পারবে।' শুধু অনূর্ধ্ব-১৮ নয়, বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকেও নাম প্রত্যাহার করতে বাফুফেকে চিঠি দিয়েছে চট্টগ্রাম আবাহনী। তাদের বিপক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়ছেন লিগ কমিটির চেয়ারম্যান। তিনি বলন, 'আসলে দশটি দল হওয়ার কথা ছিল কিন্তু চিটাগাং আবাহনী আসেনি। এই বিষয়ে বাফুফের ডিসিপিস্ননারি কমিটি আছে। তারা সিদ্ধান্ত নেবে।' 'আমি যতদূর জানি চিটাগাং আবাহনী চিঠি দিয়েছে তারা লিগ খেলবে না। দলবদলের শেষ পর্যায়ে আসলে আমরা পুরোপুরি জানতে পারব। তবে আমরা আশা করি তারা খেলবে। যদি তারা একেবারেই না খেলে তবে ডিসিপিস্ননারি কমিটি শাস্তির সিদ্ধান্ত নেবে। এবং আমরা সেই সিদ্ধান্তে কঠোর অবস্থানে থাকব।'