ইকুয়েডরকে হারিয়ে ভেনেজুয়েলার শুরু
প্রকাশ | ২৪ জুন ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
শুরুতে রেফারি দেখালেন হলুদ কার্ড। ভিএআরের মনিটরে গিয়ে ফাউলের ভিডিও দেখার পর বদলে গেল সিদ্ধান্ত। এবার দেখালেন লাল কার্ড। ২২ মিনিটে এনের ভালেন্সিয়াকে হারানোর ধাক্কা আর সামলাতে পারল না ইকুয়েডর। তাদের হারিয়ে কোপা আমেরিকায় শুভ সূচনা করল ভেনেজুয়েলা।
বাংলাদেশ সময় রোববার সকালে 'বি' গ্রম্নপের ম?্যাচে ২-১ গোলে জিতেছে ভেনেজুয়েলা। প্রথমার্ধের শেষ দিকে একুয়েডরকে এগিয়ে নেন হেরেমি সারমিয়েন্তো। দ্বিতীয়ার্ধে দুই বদলি খেলোয়াড় জুন্দের কাদিস ও এদুয়ার্দ বেইয়োর গোলে জয় নিয়ে ফেরে ভেনেজুয়েলা। বলের নাগাল পেতে পা অনেক ওপরে তুলেছিলেন একুয়েডর অধিনায়ক ভালেন্সিয়া। বুট গিয়ে লেগেছিল হোসে মার্তিনেসের মুখে। লাল কার্ড দেখায় আগামী বৃহস্পতিবার জ্যামাইকার বিপক্ষে ইকুয়েডরের পরের ম্যাচে খেলতে পারবেন না দেশটির সর্বোচ্চ গোলদাতা। একই দিন মেক্সিকোর মুখোমুখি হবে ভেনেজুয়েলা।